নিকোটিন পাউচ উৎপাদনের অনুমতির প্রতিবাদে স্টেট ইউনিভার্সিটিতে বিশেষ সেমিনার অনুষ্ঠিত

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৫:০৮ অপরাহ্ন, ০৩ নভেম্বর ২০২৫ | আপডেট: ১১:২২ অপরাহ্ন, ০৩ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নিকোটিন পাউচ উৎপাদনের অনুমতির প্রতিবাদে “নিকোটিন পাউচ: তামাক ব্যবহারের এক নতুন রূপ — একটি গুরুতর জনস্বাস্থ্য সংকট” শীর্ষক বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশে। সোমবার (৩ নভেম্বর) সকাল ১১টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের স্কলার্স ইন সেমিনার কক্ষে অনুষ্ঠিত এ সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জনাব আমিনুল ইসলাম সুজন, টেকনিকাল অ্যাডভাইজার, ভাইটাল স্ট্রাটেজিস এবং মডারেটর, স্টপ টোব্যাকো বাংলাদেশ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক-শিক্ষার্থীসহ পার্শ্ববর্তী এলাকার জনসাধারণ অংশগ্রহণ করেন। এছাড়া স্টেট কলেজ অব হেলথ সায়েন্সেস-এর শিক্ষক ও শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: ঢাবিতে মাদক ব্যবসায়ী আটক: ফাটাকেষ্ট সর্বমিত্র ও প্রশাসনের যৌথ অভিযান

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আখতার হোসেন খান প্রধান অতিথি, উপ-উপাচার্য প্রফেসর ড. নওজিয়া ইয়াসমিন বিশেষ অতিথি এবং স্টেট কলেজ অব হেলথ সায়েন্সেস-এর অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. মোহাম্মদ আফজালুর রহমান সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

মূল প্রবন্ধে আমিনুল ইসলাম সুজন বলেন, ফিলিপ মরিসের মতো বহুজাতিক তামাক কোম্পানিকে বাংলাদেশে নিকোটিন পাউচ উৎপাদনের অনুমতি দেওয়া জনস্বাস্থ্যের জন্য ভয়াবহ হুমকি। এই আসক্তিমূলক পণ্য তরুণ ও অধূমপায়ীদের লক্ষ্য করে বাজারজাত করা হচ্ছে, যা ভবিষ্যতে বড় স্বাস্থ্য সংকটে রূপ নিতে পারে।

আরও পড়ুন: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষে আহত মামুনের মাথায় সফলভাবে খুলি প্রতিস্থাপন

তিনি আরও বলেন, সরকারকে এখনই এই ক্ষতিকর পণ্যের উৎপাদন ও বিপণন বন্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে এবং জনস্বাস্থ্য পেশাজীবীদের সচেতনতার আন্দোলনে যুক্ত হতে হবে।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. আখতার হোসেন খান বলেন, স্টেট ইউনিভার্সিটি তামাকমুক্ত বাংলাদেশ গঠনের আন্দোলনের অংশীদার। আমরা শিক্ষার্থীদের আহ্বান জানাই—তারা যেন এই নতুন তামাকপণ্যের বিরুদ্ধে সচেতনতা তৈরিতে নেতৃত্ব দেয়।

বিশেষ অতিথি প্রফেসর ড. নওজিয়া ইয়াসমিন বলেন, দেশের জনস্বাস্থ্য রক্ষায় শিক্ষার্থীদের হতে হবে পরিবর্তনের দূত।

সম্মানিত অতিথি ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. আফজালুর রহমান বলেন, “নিকোটিন পাউচের মতো নতুন স্বাস্থ্য হুমকি মোকাবিলায় সম্মিলিত প্রচেষ্টা অপরিহার্য।

সেমিনারটি আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ বিভাগ, যার সভাপতিত্ব করেন বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন। সভাপতির বক্তব্যে তিনি বলেন, স্টেট ইউনিভার্সিটি জনস্বাস্থ্যবান্ধব প্রতিষ্ঠান হিসেবে সব সময় জনস্বার্থবিরোধী সিদ্ধান্তের বিরুদ্ধে সোচ্চার থাকবে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন তাসফিয়া নাহিয়ান হাফিজ, লেকচারার, জার্নালিজম, কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগ; সমন্বয় করেন মো. আল্লামা ফয়সাল, লেকচারার ও কো-অর্ডিনেটর, পাবলিক হেলথ বিভাগ।সেমিনার শেষে শিক্ষক ও শিক্ষার্থীরা নিকোটিন পাউচ উৎপাদনের অনুমোদনের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন।