জাগপা সভাপতি লুৎফরের ওপর হামলা, বিএনপি মহাসচিবের তীব্র নিন্দা

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৮:১৯ পূর্বাহ্ন, ০২ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ৮:১৯ পূর্বাহ্ন, ০২ সেপ্টেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীর পল্টনে জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি খন্দকার লুৎফর রহমানকে কুপিয়ে মারাত্মকভাবে জখম করেছে দুষ্কৃতিকারী। গতকাল সোমবার পল্টনে অবস্থিত গণঅধিকার পরিষদ কার্যালয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক শেষে সন্ধ্যা সন্ধ্যা ৭টা ৪০ মিনিটের বের হয়ে রাস্তা পার হওয়ারর সময় কয়েকজন দুষ্কৃতিকারী তাকেব এলোপাতাড়িভাবে কোপায়।

জাগপা সাধারণ সম্পাদক জাকির হোসেন রিয়াজ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, খন্দকার লুৎফর রহমানকে তাত্ক্ষণিকভাবে উদ্ধার করে কাকরাইল ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন: জুলাই-আগস্ট হত্যাযজ্ঞের বিচার দ্রুত শেষ করতে তৃতীয় ট্রাইব্যুনাল গঠনের ইঙ্গিত

ঘটনার পরপরই আহত খন্দকার লুৎফর রহমানকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকূল ইসলাম সেখানে ছুটে যান। এ সময় তিনি কর্তব্যরত চিকিৎসকদের সাথে কথা বলেন এবং আহত নেতার সুচিকিৎসা নিশ্চিত করার অনুরোধ জানান।

খন্দকার লুৎফর রহমানের ওপর হামলায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিবৃতিতে তিনি বলেছেন, ‘এ ধরনের হামলা আমরা মনে করি এক গভীর চক্রান্ত। আগামী নির্বাচনকে বানচাল করার একটা ষড়যন্ত্র হতে পারে।’

বিএনপি মহাসচিব বলেন,  সরকারের দ্বায়িত্ব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করা।

আরও পড়ুন: নুরকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল

তিনি বলেন, সকল গণতান্ত্রিক রাজনৈতিক দলের ঐক্যই গণতন্ত্র বিরোধী ষড়যন্ত্রকে প্রতিহত করে গণতান্ত্রিক আকাঙ্খাকে প্রতিষ্ঠিত করবে।