বিপুল পরিমাণ গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার

Sadek Ali
আশিকুর রহমান, নরসিংদী
প্রকাশিত: ১:৫২ অপরাহ্ন, ০২ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ৬:৪৭ অপরাহ্ন, ০২ সেপ্টেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নরসিংদী পৌর শহর থেকে বিপুল পরিমাণ গাঁজা সহ একনারীকে গ্রেফতার করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নরসিংদী। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক শামসুল আলম এ তথ্য নিশ্চিত করেন। 

গ্রেফতারকৃত শারমিন বেগম (২২) হবিগঞ্জের মাধবপুর থানার শাহপুর গ্রামের মোহাম্মদ আলীর স্ত্রী। এসময় তার কাছ থেকে ১২ (বার) কেজি গাঁজা উদ্ধার করা হয়। 

আরও পড়ুন: সাতক্ষীরা বিজিবির অভিযানে ১৪ বোতল ভারতীয় মদসহ প্রায় ছয় লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ

জানা যায়, সোমবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে মোঃ ফজলুল হক খানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে গঠিত একটি স্পেশাল টিম পৌর শহরের ভেলানগর বাসস্ট্যান্ড এলাকার মর্ডান পোল্ট্রি ফিডস দোকানের সামনে অভিযান চালিয়ে ওই নারীর কাছ থেকে ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নরসিংদী মডেল থানায় মামলা দায়ের করা হয়। 

আরও পড়ুন: সাতক্ষীরা ভোমরা বন্দরে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ৯৭৮ কোটি টাকার রাজস্ব আদায়