টেলর সুইফটের নতুন অ্যালবাম ভেঙে দিল রেকর্ড!

মার্কিন পপস্টার টেলর সুইফট আবারও প্রমাণ করলেন তাঁর বিশ্বজোড়া জনপ্রিয়তা। সদ্য প্রকাশিত নতুন অ্যালবাম মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ভেঙে দিয়েছে স্পোটিফাইয়ের স্ট্রিমিং রেকর্ড।
অ্যালবামটি প্রকাশের পরই বিশ্বব্যাপী কোটি ভক্ত ঝুঁকে পড়েন নতুন গান শোনার জন্য। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে তুমুল উন্মাদনা। ভক্তদের মন্তব্য, “টেলর সুইফট এখন শুধু গায়িকা নন, তিনি একটি অনুভূতির নাম।”
আরও পড়ুন: বোল্ড লুকে ঝড় তুললেন জয়া আহসান
বিশ্লেষকদের মতে, প্রতিটি নতুন অ্যালবামে টেলরের সৃজনশীলতা ও আবেগময় গানের কথাই তাঁকে তরুণদের মাঝে এতটা জনপ্রিয় করে তুলেছে।
সংগীত বিশ্লেষকরা বলছেন, টেলর সুইফটের সাফল্যের রহস্য তার গান লেখার অসাধারণ দক্ষতা, কণ্ঠের আবেগ আর ভক্তদের সঙ্গে একাত্ম হতে পারা। প্রতিটি নতুন অ্যালবামে তিনি নিজেকে নতুনভাবে উপস্থাপন করেন।
আরও পড়ুন: শাহরুখ খান ও দীপিকার বিরুদ্ধে প্রতারণার মামলা
অ্যালবামটি শুধু যুক্তরাষ্ট্র নয়, ইউরোপ থেকে এশিয়া—সব জায়গায়ই আলোচনার শীর্ষে। স্পোটিফাইয়ের পাশাপাশি অন্যান্য প্ল্যাটফর্মেও মিলছে বিপুল সাড়া।