সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক ইসমাইল জবিউল্লাহ

বিএনপি সম্মিলিত পেশাজীবী পরিষদের বর্তমান আহ্বায়ক প্রফেসর ডা. এম জাহিদ হোসেন এবং সদস্য সচিব কাদের গণি চৌধুরীর নেতৃত্বাধীন কমিটি বিলুপ্ত করেছে।
একইসঙ্গে আগামী ৯ দিনের মধ্যে সংগঠনের সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠানের জন্য ১১ সদস্যবিশিষ্ট একটি প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
আরও পড়ুন: অন্তর্বর্তী সরকারকেই জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে: ড. হেলাল উদ্দিন
প্রস্তুতি কমিটির আহ্বায়ক করা হয়েছে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ইসমাইল জবিউল্লাহকে। সদস্য হিসেবে রয়েছেন ব্যারিস্টার কায়সার কামাল, প্রফেসর মোর্শেদ হোসেন খান, কাদের গণি চৌধুরী, শাহরিন ইসলাম তুমিন, ডা. জহিরুল ইসলাম শাকিল, প্রফেসর আব্দুস সালাম, প্রফেসর মোস্তাফিজ, জাকির হোসেন, রফিকুল ইসলাম ও মোকছেদুল মোমিন মিথুন।