ছয় মাস সাজা শেষে ভারতীয় নাগরিককে স্থলবন্দর দিয়ে ফেরত পাঠানো হলো

Sadek Ali
আবু বক্কর সিদ্দিক, লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশিত: ৯:৪৬ পূর্বাহ্ন, ২৯ অগাস্ট ২০২৫ | আপডেট: ৬:০৮ পূর্বাহ্ন, ৩০ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে ছয় মাস কারাভোগের পর শফিউদ্দিন মিয়া (৫০) নামের এক ভারতীয় নাগরিককে তার দেশে ফেরত পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশের মাধ্যমে তাকে ভারতীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। এ সময় বিজিবি (বাংলাদেশ বর্ডার গার্ড) ও বিএসএফ (ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী) সদস্যরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: শেরপুরে শিক্ষার্থী মায়মুনা হত্যার রহস্য উদঘাটন, গ্রেপ্তার মূল আসামী আপন ফুফা

ফেরত পাঠানো ভারতীয় নাগরিক শফিউদ্দিন মিয়া পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার মেখলিগঞ্জ থানার উছল পুকুরী গ্রামের বাসিন্দা। তিনি ওই এলাকার জহর উদ্দিনের ছেলে।

বুড়িমারী স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানা গেছে, প্রায় দেড় বছর আগে শফিউদ্দিন মিয়া অবৈধভাবে লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করেন। পরে পাটগ্রাম থানা পুলিশ তাকে গ্রেফতার করে এবং আদালতের মাধ্যমে ছয় মাসের কারাদণ্ডে দণ্ডিত করা হয়। এরপর তিনি লালমনিরহাট জেলা কারাগারে সাজা ভোগ করেন।

আরও পড়ুন: গোবিন্দগঞ্জের মহিমাগঞ্জে বালু ব্যবসার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০ জন

বুধবার (২৭ আগস্ট) শফিউদ্দিন মিয়া কারাভোগ শেষে লালমনিরহাট জেলা কারাগার থেকে মুক্তি পান। আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর বৃহস্পতিবার দুপুরে তাকে আনুষ্ঠানিকভাবে ভারতের কাছে হস্তান্তর করা হয়।

বুড়িমারী স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ আশরাফুল ইসলাম জানান, “আইনানুগ প্রক্রিয়া শেষে ভারতীয় ওই নাগরিককে তাদের ইমিগ্রেশন পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।”

এই ঘটনার মধ্য দিয়ে দুই দেশের সীমান্তে আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা ও সৌহার্দ্যের বহিঃপ্রকাশ ঘটেছে বলেও জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।