যে কারণে বাংলাদেশের প্রশংসা করলো যুক্তরাষ্ট্র

Any Akter
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১:৩৩ অপরাহ্ন, ২৫ অগাস্ট ২০২৫ | আপডেট: ১:৩৩ অপরাহ্ন, ২৫ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মিয়ানমারের বাস্তুচ্যুত রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশের প্রশংসা করেছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে রোহিঙ্গা শরণার্থীদের মানবিক সহায়তা দিয়ে যাওয়া এশিয়ার অন্যান্য দেশগুলোকেও ধন্যবাদ জানিয়েছে ওয়াশিংটন।

রোববার (২৪ আগস্ট) স্থানীয় সময় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের এক প্রেস বিবৃতিতে প্রিন্সিপাল ডেপুটি স্পোকসপারসন টমাস “টমি” পিগট এ বক্তব্য দেন।

আরও পড়ুন: ফোনালাপ ফাঁস, ক্ষমতাচ্যুত হলেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী

তিনি বলেন,“ যুক্তরাষ্ট্র মিয়ানমারের সহিংসতা ও বাস্তুচ্যুতির শিকার রোহিঙ্গা ও অন্যান্য জাতিগোষ্ঠীর প্রতি সংহতি জানাচ্ছে। আমরা বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানাই, যারা লাখ লাখ বাস্তুচ্যুত রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে। একই সঙ্গে মিয়ানমার থেকে আসা শরণার্থীদের সহায়তা দিয়ে যাওয়া এ অঞ্চলের অন্যান্য দেশগুলোরও প্রশংসা করি।”

প্রসঙ্গত, ২০১৭ সালের আগস্টে মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনা অভিযানের পর কয়েক মাসের মধ্যে সাত লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়। এর আগেও বাংলাদেশে ছিল প্রায় চার লাখ রোহিঙ্গা। বর্তমানে কক্সবাজারসহ বিভিন্ন ক্যাম্পে অবস্থান করছে প্রায় ১৩ লাখ রোহিঙ্গা। প্রতি বছর জন্ম নিচ্ছে প্রায় ৩০ হাজার রোহিঙ্গা শিশু, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।

আরও পড়ুন: ট্রাম্পের বিরুদ্ধে মামলা করলেন ফেড গভর্নর লিসা কুক