কাতারে বাংলাদেশিদের সতর্ক করলো দূতাবাস
কাতারে বসবাসরত বাংলাদেশিদের জরুরি প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার আহ্বান জানিয়েছে দোহায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস। একইসঙ্গে ইসরায়েলের হামলার ছবি বা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার থেকে বিরত থাকারও অনুরোধ জানানো হয়েছে।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে দূতাবাস এ সতর্কবার্তা জারি করে।
আরও পড়ুন: আমিরাতে বন্দি বাকি ২৪ বাংলাদেশি অচিরেই মুক্তি পাচ্ছেন
বিজ্ঞপ্তিতে বলা হয়, দোহায় ইসরায়েলের মিসাইল হামলার প্রেক্ষাপটে কাতারে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের বিশেষ সতর্কতা অবলম্বনের অনুরোধ করা হচ্ছে। জরুরি প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়া এবং অযথা চলাফেরা থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়।
এছাড়া, কাতারি আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে দেশটির সরকার ঘোষিত বিবৃতি ও নির্দেশনা মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ সংক্রান্ত ছবি বা ভিডিও আপলোড করা কাতারের প্রচলিত আইনের পরিপন্থী বলেও সতর্ক করা হয়।
আরও পড়ুন: মজলুম থেকে জালিম হইয়েন না: আসিফ মাহমুদের আহ্বান
জরুরি প্রয়োজনে দূতাবাসের হটলাইন নম্বর +৯৭৪ ৩৩৬৬২০০০ অথবা ইমেইল mission.doha@mofa.gov.bd এ যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।





