গোপালগঞ্জের কাশিয়ানীতে মহিলা দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় জাতীয়তাবাদী মহিলা দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা শহীদ মিনার চত্বরে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির সহ-সভাপতি সানজিদা হান্নান রাহেলার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ সেলিমুজ্জামান সেলিম। এসময় উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক বিল্লাল খান এবং উপজেলা যুবদলের আহ্বায়ক এনামুল হক শিমুলের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোপালগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফ রফিকুজ্জামান, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব অ্যাড. আবুল খায়ের, উপজেলা বিএনপির সভাপতি মোঃ গোলাম মোস্তফা। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন গোপালগঞ্জ জেলা মহিলা দলের সভাপতি রওশন আরা রত্না এবং বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাসরিন আক্তার।
আরও পড়ুন: জিয়াউর রহমান দেশ থেকে বাকশাল দূর করেছিলেন: ড. মঈন খান
সম্মেলনে বক্তারা মহিলা দলের নতুন নেতৃত্বের মাধ্যমে তৃণমূল পর্যায়ে তারেক রহমানের দেওয়া ৩১ দফা বাস্তবায়নের কাজ করবে বলে আশা প্রকাশ করেন। সেই সঙ্গে আন্দোলন ও নির্বাচনসহ যে কোনো পরিস্থিতি মোকাবিলায় তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সংগঠিত হয়ে প্রস্তুত থাকার আহ্বান জানান।
সম্মেলনে শিলা বেগমকে সভাপতি ও ফারজানা পপিকে সাধারণ সম্পাদক করে ১০১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
আরও পড়ুন: কাপাসিয়ার দূর্গাপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত
এসময় উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ শফিফুল ইসলাম শফি, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হিরো মৃধা, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোঃ শহীদুল আলম মুন্না, দপ্তর সম্পাদক নূরে প্রধান লিটন, অর্থ সম্পাদক হুমায়ূন শরীফ, সদস্য কমলেশ, উপজেলা যুবদলের সদস্য সচিব আরিফুল ইসলাম পাবেল, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফোরকান শরীফ টিটো, ছাত্রদলের সভাপতি আমিরুল ইসলাম সোহেল, সাধারণ সম্পাদক সুজাউদ্দিন অপু সহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপি, মহিলা দল ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।





