রাউজানে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে চারজন গুলিবিদ্ধ

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১১:৩২ পূর্বাহ্ন, ০৬ নভেম্বর ২০২৫ | আপডেট: ১১:৩২ পূর্বাহ্ন, ০৬ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

চট্টগ্রামের রাউজান উপজেলায় বিএনপির দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে সংঘর্ষ ও গুলিবিনিময়ের ঘটনায় অন্তত চারজন গুলিবিদ্ধ হয়েছেন। 

বুধবার (৫ নভেম্বর) রাত পৌনে ১২টার দিকে বাগোয়ান ইউনিয়নের কোয়েপাড়া চৌধুরী পাড়ায় এ ঘটনা ঘটে।

আরও পড়ুন: নতুন বছরের প্রথম দিন পর্দা উঠছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার, উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা

গুলিবিদ্ধদের মধ্যে রয়েছেন—সুমন, ইসমাইল, খোরশেদ এবং রুবেল। তারা সবাই স্থানীয় বাসিন্দা। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা গেছে।

রাউজান থানার দায়িত্বপ্রাপ্ত এক কর্মকর্তা জানান, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে আছে। গুলিবর্ষণের কারণ নিশ্চিত করা যায়নি। বিষয়টি তদন্ত করে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

আরও পড়ুন: মুক্ত গণমাধ্যম যেন দায়িত্বহীন না হয়: এম আব্দুল্লাহ

এর কয়েক ঘণ্টা আগেই নগরের বায়েজিদ থানার হামজারবাগ এলাকায় বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহর গণসংযোগকালে গুলিবর্ষণে নিহত হন সরোয়ার হোসেন ওরফে বাবলা (৪৩)। সেদিন গুলিবিদ্ধ হন প্রার্থী এরশাদ উল্লাহসহ আরও দুইজন।

স্থানীয়দের মতে, বাবলার দীর্ঘদিনের ব্যক্তিগত শত্রুতার জের ধরেই এই হামলার ঘটনা ঘটে থাকতে পারে। বাবলার বিরুদ্ধে বিভিন্ন থানায় ১৯টি মামলা রয়েছে। তবে তাকে নিজেদের কর্মী হিসেবে স্বীকার করছে না বিএনপি।

বিশ্লেষকরা মনে করছেন, চট্টগ্রামের কয়েকটি এলাকায় নির্বাচনী মাঠে আধিপত্য বিস্তার এবং পুরনো বিরোধের সংঘর্ষ একে অপরের সঙ্গে মিলেমিশে অস্থিরতা বাড়িয়ে দিচ্ছে।