সরকারি ব্যক্তিদের নাম ব্যবহার করে প্রতারণা: সতর্ক থাকার আহ্বান পুলিশের

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৬:২৮ অপরাহ্ন, ০৬ নভেম্বর ২০২৫ | আপডেট: ৬:২৮ অপরাহ্ন, ০৬ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের নাম ও ছবি ব্যবহার করে প্রতারণার ঘটনা বাড়ছে বলে জানিয়েছে বাংলাদেশ পুলিশ সদর দপ্তর। এ বিষয়ে সর্বসাধারণকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে পুলিশ হেডকোয়ার্টার্স জানায়, সম্প্রতি প্রতারক চক্র সরকারের বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তা ও দায়িত্বশীল ব্যক্তির নাম ব্যবহার করে হোয়াটসঅ্যাপসহ সামাজিক যোগাযোগমাধ্যমে অর্থ দাবি করছে—এমন অভিযোগ পাওয়া গেছে।

আরও পড়ুন: ৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ, ১৬৮১ প্রার্থীকে সাময়িক মনোনয়ন

বিজ্ঞপ্তিতে বলা হয়, অনেক প্রতারক তাদের হোয়াটসঅ্যাপ আইডিতে বিশিষ্ট ব্যক্তির ছবি ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করছে। তবে আইডিতে কোনো ব্যক্তির ছবি থাকা মানে এই নয় যে, নম্বরটি সত্যিই তার।

বাংলাদেশ পুলিশ জানায়, এ ধরনের প্রতারণামূলক বার্তায় কেউ যেন সাড়া না দেন। পাশাপাশি সন্দেহজনক যোগাযোগ পেলে তাৎক্ষণিকভাবে নিকটস্থ থানায় বা পুলিশের হেল্পলাইন নম্বরে জানাতে অনুরোধ করা হয়েছে।

আরও পড়ুন: অনশনরত তারেকের প্রতি বিএনপির সংহতি জানালেন রুহুল কবির রিজভী

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পুলিশ প্রতারক চক্রের বিরুদ্ধে সর্বোচ্চ সজাগ রয়েছে এবং কেউ এই ধরনের প্রতারণায় জড়িত থাকলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।