ডাকসু প্রার্থীদের আইন ভাঙার ঘটনা বাজে বার্তা দিয়েছে: ভিপি প্রার্থী ইমি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে প্রার্থীদের আইন ভাঙার বিষয়টি দেশের জন্য নেতিবাচক বার্তা দিয়েছে বলে মন্তব্য করেছেন প্রতিরোধ পর্ষদের ভিপি প্রার্থী শেখ তাসনিম আফরোজ ইমি।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাতে মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।
আরও পড়ুন: নির্বাচনের ফল প্রত্যাখ্যান করে যা বললেন ছাত্রদল প্রার্থী আবিদুল ইসলাম
ইমি বলেন, “ভোট গণনার সময় কোনো প্রার্থীর থাকার কথা নয়। অথচ প্রার্থীর উপস্থিতি আইন লঙ্ঘনের সুস্পষ্ট প্রমাণ। পরে সেই প্রার্থীর দেখানো পথে অন্যরাও কেন্দ্রে প্রবেশের চেষ্টা করেছে। দেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠের শিক্ষার্থীরা যদি এমনভাবে আইন অমান্য করে, তবে তা গোটা দেশকে বাজে বার্তা দেয়।”
তিনি আরও অভিযোগ করেন, প্রশাসনের অব্যবস্থাপনার কারণে বিশ্ববিদ্যালয়ে যুদ্ধাবস্থা এবং সহিংস পরিস্থিতি তৈরি হয়েছে। বহিরাগত সমর্থকরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রবেশপথে মুখোমুখি অবস্থান নিয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।
আরও পড়ুন: পাঁচ হলে ডাকসু নির্বাচনের ফল, শিবির সমর্থিত প্যানেল এগিয়ে
একই প্যানেলের এজিএস প্রার্থী জাবির আহমেদ জুবেল বলেন, “ভোট গণনার সময় সাদিক কায়েম কেন্দ্রে প্রবেশ করেছেন। অন্য কোনো প্যানেলের প্রার্থী এমন কাজ করেননি।”
এ সময় তিনি প্রশাসনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন।