নিখোঁজের ৮ দিন পর মিলল আটোরিক্সা চালকের মরদেহ

Sanchoy Biswas
এসআই বাবলু, শেরপুর (বগুড়া)
প্রকাশিত: ৭:৩০ অপরাহ্ন, ০৯ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ১২:৪২ পূর্বাহ্ন, ১০ সেপ্টেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বগুড়ার শেরপুর উপজেলায় আটোরিক্সা চালক আবু বক্কর (৩৭) নিখোঁজের ৮ দিন পর পুকুরের পানিতে লাশ ভেসে উঠলো। নিহত আবু বক্কর  উপজেলার কুসুম্বী ইউনিয়নের গোসাইবাড়ী কলোনী গ্রামের দেলোয়ার হোসেন এর ছেলে।

জানা যায়, গত ০১ সেপ্টেম্বর সোমবার দুপুর আড়াইটার দিকে আবু বক্কর তার আটোরিক্সা নিয়ে বাসা থেকে বের হয়ে যায়। 

আরও পড়ুন: গোয়ালন্দে ‘জিয়া স্মৃতি সংসদ’ উজানচর ইউনিয়ন শাখার ৮ নং ওয়ার্ড কমিটি গঠন

তারপর তাকে আর পাওয়া যায় নি অনেক খোঁজাখুঁজির পরে পরদিন ২ সেপ্টেম্বর স্ত্রী মোছাঃ ফুলমালা খাতুন শেরপুর থানায় একটি জিডি করেন। এবং সেদিন রাতে উপজেলার ঘোগা বটতলা থেকে অটোরিক্সাটির শুধু বডি উদ্ধার করা হয়। তারপরে অনেক স্থানে আবু বক্করের সন্ধান করা হলেও কোথাও পাওয়া যায় নি। 

এরপর ০৯ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুর দুইটায় কেল্লাপশি বাগড়া রোডের পাশে বস্টুমী পুকুরে বাচ্চারা তাল কুড়াতে গিয়ে একটি মরদেহ পানিতে ভেসে থাকতে দেখতে পায়। পরে এলাকার মধ্যে বিষয়টি জানাজানি হয়। লাশ গলে পচে এলাকায় দুর্গন্ধের সৃষ্টি হয়। মামাতো ভাই আবু সাঈদ নিহত আবু বক্করের লাশ সনাক্ত করেন।

আরও পড়ুন: কুলাউড়ায় দুর্গোৎসব ভণ্ডুলের চেষ্টা কঠোরভাবে দমন করা হবে: এসপি জাহাঙ্গীর হোসেন

শেরপুর থানার ওসি এস এম মঈনুদ্দীন সাংবাদিকদের জানান, লাশ পাওয়া গেছে । তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।