পাবনায় বৈষম্য বিরোধী ছাত্র হত্যার আসামি ছাত্রলীগ সভাপতি সহ গ্রেফতার ৩

Sanchoy Biswas
গোলাম ফারুক, পাবনা প্রতিনিধি
প্রকাশিত: ৬:২৯ অপরাহ্ন, ০৭ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ৬:০৭ অপরাহ্ন, ০৮ সেপ্টেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

পাবনায় বৈষম্য বিরোধী ছাত্র হত্যার আসামি ছাত্রলীগ সভাপতি সাজেদুর রহমান শান্ত সহ তিনজনকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।

পুলিশ জানায়, মোহাম্মদপুর থানা, ডিএমপি-এর সহায়তায় পাবনা থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে মোহাম্মদপুর থানা এলাকা হতে ৬ সেপ্টেম্বর আনুমানিক রাত একটায় গ্রেফতার করে। আটককৃত মোঃ সাজেদুর রহমান শান্ত মালঞ্চি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও নলমুরা গ্রামের মোঃ আসলাম হোসেনের ছেলে। তিনি এজাহার নামীয় মামলা নং ৬২-এর আসামি।

আরও পড়ুন: নবীগঞ্জে ভুয়া চিকিৎসক আটক, তিন মাসের কারাদণ্ড

আটককৃত অন্যজন এজাহার নামীয় ৬৯ নং আসামি মোঃ ইফতে রাফাত সিয়াম (২৪)। সে শালগাড়িয়া এলাকার (বাংলা বিড়ির গলি) মোঃ মনিরুল ইসলামের ছেলে। সে পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ শাখা ছাত্রলীগের সহ-সভাপতি। অপরজন মোঃ মারুফ মল্লিক (২২), মালঞ্চি ইউনিয়ন ৮ নং ওয়ার্ডের বাড়াদী গ্রামের মোঃ জাকের মল্লিকের ছেলে। সে মালঞ্চি ইউনিয়ন ছাত্রলীগের সক্রিয় কর্মী।

পাবনা জেলা পুলিশের প্রেস রিলিজের মাধ্যমে জানানো হয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সংক্রান্তে পাবনা সদর থানায় রুজুকৃত মামলার এজাহার নামীয় আসামি, বৈষম্য বিরোধী ছাত্র হত্যা সংক্রান্তে পাবনা থানার মামলা নং- ০৫, ১১ই আগস্ট, ধারা: ১৪৩/১৪৭/১৪৮/৩২৩/৩২৪/৩০৭/৩২৬/৩০২/১১৪/৩৪ পেনাল কোড, জিআর-৫০৩/২৪ (পাবনা)।

আরও পড়ুন: নবীগঞ্জে টমটম ভাড়া নিয়ে সংঘর্ষে হত্যা, মামলা ও গ্রেপ্তার ১

পাবনা থানার মামলা নং- ৪৭, ৩০ আগস্ট, ধারা- ১৪৩/১৪৭/৩০৭/৩২৩/৩২৬/৫০৬/১১৪/৩৪।

আসামিগণকে জিজ্ঞাসাবাদ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এবং পুলিশ জানায়, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন এবং জিজ্ঞাসাবাদের জন্য পরবর্তীতে আদালতে পুলিশের পক্ষ থেকে আবেদন জানানো হবে।