করিমগঞ্জে কর্নেল জেহাদ খানের ফ্রি মেডিকেল ক্যাম্প
কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় অধ্যাপক ডা. কর্নেল (অব.) জেহাদ খানের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) জাফরাবাদ ইউনিয়নের সাইটুটা দাখিল মাদ্রাসায় বাংলাদেশ জামায়াতে ইসলামী জাফরাবাদ ইউনিয়ন শাখার উদ্যোগে আয়োজিত ক্যাম্পে পাঁচ শতাধিক রোগী বিনামূল্যে স্বাস্থ্যসেবা পেয়েছেন।
আরও পড়ুন: জিয়াউর রহমান দেশ থেকে বাকশাল দূর করেছিলেন: ড. মঈন খান
দিনব্যাপী এ আয়োজনে জাফরাবাদ ইউনিয়নের বিভিন্ন প্রান্ত থেকে আসা রোগীরা হৃদরোগ, মেডিসিন, গাইনি, চর্ম, বাত ব্যথাসহ বিভিন্ন রোগের চিকিৎসা পান।
কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক ডা. কর্নেল (অব.) জেহাদ খানের উদ্যোগে আয়োজিত ওই মেডিকেল ক্যাম্পে উপস্থিত ছিলেন জামায়াতের কিশোরগঞ্জ জেলা আইন বিষয়ক সম্পাদক মুসলেহ উদ্দিন (সুমন), করিমগঞ্জ জামায়াতের আমীর মাওলানা আবুল কাসেম ফজলুল হক, নায়েবে আমীর জোবায়ের আহমেদ, সাধারণ সম্পাদক মাওলানা নাজিম উদ্দিন, জাফরাবাদ ইউনিয়ন সভাপতি আবুল বাশার, সেক্রেটারি জয়নাল মিয়া, করিমগঞ্জ ইসলামী ছাত্র শিবিরের অর্থ সম্পাদক আতিকুল ইসলাম রাকিব প্রমুখ।
আরও পড়ুন: কাপাসিয়ার দূর্গাপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত
সাইটুটা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আবু তাহের বলেন, ডাক্তার জেহাদ খান এই প্রত্যন্ত অঞ্চলে এসেছেন, এতে এলাকাবাসী সবাই খুশি। তার মতো এত বড় ডাক্তার এই এলাকায় এসেছেন, তাতে সবাই মুগ্ধ।
তিনি বলেন, এই এলাকায় এরকম মেডিকেল ক্যাম্প নিয়মিত হলে সাধারণ মানুষ উপকৃত হবে।
গ্রামের হাজী আবদুল হক সাহেব বলেন, ডাক্তার জেহাদ খান খুব ভালো মানুষ। এরকম মানুষ এমপি হলে করিমগঞ্জ-তাড়াইলের মানুষ উপকৃত হবে। আমরা চেষ্টা করবো উনাকে যেন এমপি হিসেবে নির্বাচিত করতে পারি।





