নেত্রকোনার ধনু নদে স্পিডবোট-নৌকা সংঘর্ষ: নিখোঁজ ৪ জনের মরদেহ উদ্ধার

Sanchoy Biswas
হৃদয় রায় সজীব, নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশিত: ৬:০৫ অপরাহ্ন, ১৪ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ৯:১৪ পূর্বাহ্ন, ২৪ সেপ্টেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নেত্রকোনার খালিয়াজুরীর পাঁচহাট এলাকায় ধনু নদে গত শুক্রবার বিকেলে স্পিডবোট ডুবে তিন শিশুসহ নিখোঁজ ৪ জনেরই মরদেহ অবশেষে উদ্ধার করা হয়েছে। নিখোঁজদের মধ্যে সর্বশেষ আজ রবিবার দুপুর আড়াইটার দিকে শিশু সামিয়ার (১১) মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। এর আগে, সকাল পৌনে নয়টার দিকে লায়লা আক্তার (৭) ও শিরিন আক্তারের (১৮) মরদেহ উদ্ধার করা হয়। এছাড়া গত শনিবার দুপুরে ঊষা মনির (৭) লাশ উদ্ধার করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, খালিয়াজুরী উপজেলার আন্ধাইর গ্রামের নবাব মিয়ার ছেলে রানা মিয়ার বিয়ের অনুষ্ঠানের বরযাত্রী যেতে ভাড়ায় চালিত স্পিডবোটটি আনা হয়েছিল। তারপর এ বোটে বরযাত্রী রওনা হওয়ার আগ মুহূর্তে কিছুক্ষণের জন্য বিয়ে বাড়ির ১৫ জন মিলে স্থানীয় ধনু নদে স্পিডবোট নিয়ে ঘুরতে বের হলে এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন: পটুয়াখালীর সাবেক মেয়র ম‌হিউ‌দ্দিন আহমেদ ঢাকায় গ্রেফতার

খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন নিখোঁজ ৪ জনেরই মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।