ডিএনএ প্রতিবেদনে জানা গেল ধর্ষিতা প্রতিবন্ধী নারীর সন্তানের পিতৃপরিচয়

Sanchoy Biswas
আশরাফ হোসেন রাজা, দেওয়ানগঞ্জ (জামালপুর)
প্রকাশিত: ৭:১৬ অপরাহ্ন, ১৮ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ৪:৪৩ অপরাহ্ন, ১৩ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জামালপুরের দেওয়ানগঞ্জে ধর্ষণের শিকার দৃষ্টি প্রতিবন্ধী কিশোরীর ডিএনএ পরীক্ষার প্রতিবেদন থানায় এলে জানা যায়, ওই সন্তানের পিতা নিত্য চন্দ্র সরকার। বর্তমানে সে জেল হাজতে রয়েছে।

পুলিশ জানায়, ডিএনএ প্রতিবেদনে পাওয়া ওই সন্তানের পিতা নিত্য চন্দ্র সরকার।

আরও পড়ুন: মহাসড়কে কাভার্ডভ্যানের চাপায় ভ্যানের তিন যাত্রী নিহত

দৃষ্টি প্রতিবন্ধী কিশোরী জানিয়েছেন, একই গ্রামের নিত্য চন্দ্র সরকারের সাথে তার প্রেমের সম্পর্ক হয়। এক পর্যায়ে তা শারীরিক সম্পর্কের পর্যায়ে গড়ালে কিশোরী গর্ভবতী হয়ে পড়ে। বিষয়টি নিত্য চন্দ্র সরকারকে জানালে তিনি সন্তানটিকে নষ্ট করতে বলে। এতে কিশোরী রাজি না হলে নিত্য চন্দ্র সরকার সটকে পড়ে এবং অস্বীকার করে তাদের সম্পর্কের কথা।

বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চলের সৃষ্টি হয়। ওই প্রতিবন্ধী কিশোরীর নানী বাদী হয়ে কিশোরীর স্বামীর অধিকার ও পিতৃপরিচয় দাবিতে ২০২৪ সালে দেওয়ানগঞ্জ মডেল থানায় মামলা করেন। মামলার সূত্র ধরে পুলিশ নিত্য চন্দ্র সরকারকে আটক করে জেল হাজতে প্রেরণ করে। এখনো সে জেল হাজতে রয়েছে।

আরও পড়ুন: নাসিরনগরে দুই পক্ষের সংঘর্ষে সাবেক ইউপি সদস্য নিহত, অর্ধশতাধিক আহত

গত জুলাই মাসে ওই কিশোরী সন্তান প্রসব করে। পুলিশ তাদের ডিএনএ টেস্ট করাতে আদালতের নির্দেশক্রমে মেডিকেলে পাঠায়। বুধবার ডিএনএ টেস্টের প্রতিবেদন মডেল থানায় আসে। তখন জানা যায়, দৃষ্টি প্রতিবন্ধী ঐ কিশোরীর সন্তানের পিতা নিত্য চন্দ্র সরকার।

দৃষ্টি প্রতিবন্ধী কিশোরী বলেন, "আমি চাই স্বামীর অধিকার ও আমার সন্তানের পিতার অধিকার।"

দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি নাজমুল হাসান বলেন, "প্রতিবন্ধী ঐ কিশোরীর নানির করা মামলায় নিত্য চন্দ্র সরকারকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে। গত জুলাই মাসে ওই কিশোরী সন্তান প্রসব করলে তাদের ডিএনএ পরীক্ষা করা হয়। পরীক্ষার প্রতিবেদনে সন্তানের পিতা সনাক্ত হয়েছে। ওই সন্তানের পিতা নিত্য চন্দ্র সরকার বর্তমানে জেল হাজতে রয়েছেন।"