রূপগঞ্জে গ্লোব এডিবল অয়েল কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৫টি ইউনিট

Sadek Ali
শ্রী দিপু চন্দ্র গোপ, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ৪:২১ অপরাহ্ন, ২৪ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ৫:৪১ অপরাহ্ন, ২৪ সেপ্টেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে আবুল খায়ের গ্রুপের মালিকানাধীন গ্লোব এডিবল কারখানার সয়াবিন তেল প্রক্রিয়াজাতকরণের সিড ক্রাশিং সেকশনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের গন্ধবপুর এলাকায় এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আরও পড়ুন: নাসিরনগরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষে সাবেক ইউপি সদস্য নিহত

খবর পেয়ে কাঞ্চন, ডেমরা ও সোনারগাঁও ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে দুপুর ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

ততক্ষণে সিড ক্রাশিং সেকশনে বেশিরভাগ মেশিনারিজ, কাঁচামাল পুড়ে বিপুল পরিমাণ ক্ষতিসাধন হয়েছে বলে মালিক পক্ষ জানিয়েছেন।

আরও পড়ুন: সীমান্তে গুলিবর্ষণে শিশুর মৃত্যু, মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব

এ ব্যাপারে প্রতিষ্ঠানের অ্যাডমিন (প্রশাসন) ব্রিগেডিয়ার আশরাফ বলেন, সয়াবিন তেল প্রক্রিয়াজাতকরণের সিড ক্রাশিং সেকশনে আগুন লাগে। আগুনে বিভিন্ন মেশিনারিজ সামগ্রী পুড়ে ব্যাপক ক্ষতি সাধন হয়েছে। তবে কত পরিমাণ ক্ষতি সাধন হয়েছে পরে জানাবেন বলে জানিয়েছেন।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ওসমান গনি বলেন, এডিবল অয়েল কারখানায় আগুনের সংবাদ পেয়ে মোট ৫টি ইউনিট ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে অগ্নিকাণ্ডের কারণ এখন জানা যায়নি বলে তিনি জানান। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।