খাগড়াছড়িতে সড়ক অবরোধ ৫ অক্টোবর পর্যন্ত স্থগিত

খাগড়াছড়িতে চলমান অনির্দিষ্টকালের সড়ক অবরোধ আগামী ৫ অক্টোবর পর্যন্ত স্থগিত করা হয়েছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে জুম্ম ছাত্র-জনতা নামের সংগঠনটির ফেসবুক পেজে দেওয়া ঘোষণায় বিষয়টি জানানো হয়।
স্ট্যাটাসে বলা হয়, শারদীয় দুর্গোৎসবের প্রতি সম্মান জানিয়ে এবং প্রশাসনের পক্ষ থেকে দেওয়া আট দফা দাবি বাস্তবায়নের আশ্বাসের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরও পড়ুন: কমলনগরে বৃদ্ধার লালসার শিকার ৫ বছরের শিশু, এলাকাজুড়ে তোলপাড়
গত ২৩ সেপ্টেম্বর খাগড়াছড়ি সদর উপজেলার সিঙ্গিনালায় এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠে। এরপর ২৮ সেপ্টেম্বর থেকে জুম্ম ছাত্র-জনতা অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচি শুরু করে।
অবরোধ ঘিরে ২৭ ও ২৮ সেপ্টেম্বর খাগড়াছড়ি ও গুইমারায় সহিংসতার ঘটনা ঘটে। এতে তিনজন নিহত ও বহু মানুষ আহত হন। এ সময় গুইমারার রামসু বাজারসহ বিভিন্ন স্থানে ঘরবাড়ি ও অফিসে অগ্নিসংযোগের ঘটনাও ঘটে।
আরও পড়ুন: গোপালগঞ্জে ‘ছেলের হাতে’ মা খুন
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন খাগড়াছড়ির জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার। তিনি জানান, ঘটনার তদন্তে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
তিনি বলেন, অবরোধ প্রত্যাহার করা হলে জেলায় জারি থাকা ১৪৪ ধারা তুলে নেওয়া হবে। তবে বর্তমানে খাগড়াছড়ি ও গুইমারায় ১৪৪ ধারা বহাল রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলেই তা প্রত্যাহার করা হবে।
অন্যদিকে, সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ এবং গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আবুল কালাম শামসুদ্দিন রানা অভিযোগ করেন, ইউপিডিএফ পরিকল্পিতভাবে এ ঘটনার উসকানি দিয়েছে। পাহাড়ি নারী ও শিক্ষার্থীদের সামনে রেখে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির চেষ্টা হয়েছে বলেও দাবি করেন তারা।