বিএনপি নেতার কাছে পাঁচ লাখ টাকা চাঁদা চাইলেন যুবদল নেতা, থানায় অভিযোগ

রাজশাহীতে বিএনপির এক নেতার কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মোফাজ্জল হোসেন শুভ ওরফে কুরুলের বিরুদ্ধে।
অভিযোগে বলা হয়েছে, চাঁদা না দেওয়ায় বিএনপির ১৪ নম্বর ওয়ার্ড সভাপতি মইফুল ইসলামকে হুমকি দিয়ে মোফাজ্জল বলেন— তোকে যেখানে পাব, সেখানেই কুপিয়ে মারব।
আরও পড়ুন: কমলনগরে বৃদ্ধার লালসার শিকার ৫ বছরের শিশু, এলাকাজুড়ে তোলপাড়
ঘটনার পর মইফুল ইসলাম রাজপাড়া থানায় মোফাজ্জলসহ সাতজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ২০-২৫ জনকে আসামি করে অভিযোগ দায়ের করেছেন।
লিখিত অভিযোগে তিনি জানান, গত ২৬ সেপ্টেম্বর বিকেলে মোফাজ্জল তার মোবাইলে ফোন করে অবস্থান জানতে চান এবং গালাগালি করার পাশাপাশি কুপিয়ে হত্যার হুমকি দেন।
আরও পড়ুন: গোপালগঞ্জে ‘ছেলের হাতে’ মা খুন
অভিযোগে আরও উল্লেখ করা হয়, মোফাজ্জল ও তার সহযোগীরা অস্ত্র নিয়ে দলীয় কার্যালয়ে গিয়ে মইফুলকে খুঁজে না পেয়ে ভবন পুড়িয়ে দেওয়ার হুমকি দেন। এরপর তারা মইফুলের বাড়ির সামনে গিয়ে তার স্ত্রীকে বলেন— প্রাণে বাঁচতে হলে পাঁচ লাখ টাকা চাঁদা দিতে হবে।
অভিযুক্ত মোফাজ্জল হোসেন শুভ বলেন, মইফুল ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত। তাকে মাদক ছাড়তে বলা হয়েছিল, চাঁদার কোনো বিষয় নেই। মিথ্যা অভিযোগ আনা হচ্ছে।
মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি ও দাবি করেছেন, মইফুলের বিরুদ্ধে একাধিক মামলা আছে। মোফাজ্জলের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ ভিত্তিহীন।
আরএমপির মুখপাত্র অতিরিক্ত উপকমিশনার গাজিউর রহমান বলেন, অভিযোগের বিষয়টি তদন্ত করা হচ্ছে। প্রমাণ মিললে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।