ক্লাসে টিকটক ভিডিও তৈরির অভিযোগে নবীগঞ্জের তিন শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

Sanchoy Biswas
স্বপন রবি দাশ, হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ৭:১৮ অপরাহ্ন, ০৬ অক্টোবর ২০২৫ | আপডেট: ৭:৫৪ অপরাহ্ন, ২৪ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার হাজী আঞ্জব আলী উচ্চ বিদ্যালয়ের তিন শিক্ষার্থীকে ক্লাস চলাকালীন সময়ে মোবাইল ফোনে ভিডিও ধারণ করে টিকটক তৈরির অভিযোগে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।

শনিবার (৪ অক্টোবর) বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনসুর আহমদ আতিক স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে বহিষ্কারের বিষয়টি জানানো হয়।

আরও পড়ুন: বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প

বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন—সর্দারপুর গ্রামের আব্দুল করিমের ছেলে আব্দুল রকিব (রোল নং ১০১), শেরপুর গ্রামের আমির খানের ছেলে নাঈম খান (রোল নং ৭৬) এবং বড় শাখোয়া গ্রামের কাওছার মিয়ার ছেলে ইমানী মিয়া (রোল নং ৬৪)।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, গত সপ্তাহে ক্লাস চলাকালীন সময়ে ওই তিন শিক্ষার্থী গোপনে মোবাইল ফোন ব্যবহার করে ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে প্রকাশ করে। পরে বিষয়টি শিক্ষকদের নজরে এলে তদন্ত শেষে বিদ্যালয় কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেয়।

আরও পড়ুন: সিলেট বিমান বন্দরে ভিড় না করার নির্দেশনা, জনদুর্ভোগের আশঙ্কায় অগ্রিম দুঃখ প্রকাশ বিএনপির

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনসুর আহমদ আতিক বলেন, “বিদ্যালয়ের শৃঙ্খলা ও শিক্ষার পরিবেশ রক্ষায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভবিষ্যতে কেউ এমন অনৈতিক কাজে লিপ্ত হলে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

এ ঘটনায় বিদ্যালয় ও স্থানীয় এলাকাজুড়ে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। অভিভাবকরা শিক্ষার্থীদের এমন আচরণে উদ্বেগ প্রকাশ করে বিদ্যালয়ে শৃঙ্খলা ও নজরদারি আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন।

চাইলে আমি এই প্রতিবেদনের জন্য একটি সংক্ষিপ্ত আকর্ষণীয় শিরোনাম ও সোশ্যাল মিডিয়া পোস্ট ক্যাপশন তৈরি করে দিতে পারি — দেব?