সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১২:০৭ অপরাহ্ন, ০৭ অক্টোবর ২০২৫ | আপডেট: ১২:০৭ অপরাহ্ন, ০৭ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল সাড়ে ৯টার পর সিলেট থেকে ছেড়ে আসা কালনী এক্সপ্রেস ঢাকা অভিমুখে রওনা হয়েছে। এর আগে সকাল ৬টা ৪০ মিনিটে মোগলাবাজার মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড তেলের ডিপোর পশ্চিম পাশে চট্টগ্রাম থেকে সিলেটগামী উদয়ন এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ চারটি বগি লাইনচ্যুত হওয়ার কারণে সারা দেশের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। খবর পেয়ে রেলওয়ে কর্তৃপক্ষ, রেলওয়ে পুলিশ এবং মোগলাবাজার থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে উদ্ধারকারী কর্মীরা লাইন সরিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক করেন। মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল হাবিব জানান, দুর্ঘটনার পর দ্রুত ব্যবস্থা নেওয়ায় রেল যোগাযোগে আর কোনো বিঘ্ন ঘটেনি।


আরও পড়ুন: চুয়াডাঙ্গায় মদপানে ৬ জনের মৃত্যু, হাসপাতালে আরও ১