মাগুরায় পানিতে ডুবে একই পরিবারের তিন শিশুর মৃত্যু

Any Akter
মোঃ ইউনুছ আলী মাগুরা প্রতিনিধি
প্রকাশিত: ৭:৩৫ অপরাহ্ন, ১১ অক্টোবর ২০২৫ | আপডেট: ৬:৪৭ অপরাহ্ন, ২৮ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মাগুরার মহম্মদপুরে খালের পানিতে ডুবে একই পরিবারের তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১১ অক্টোবর) দুপুরে উপজেলার বাবুখালী ইউনিয়নের চাপাতলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— আনারুল ইসলামের মেয়ে তারিন (৯), তারিকুল ইসলামের মেয়ে তানহা (৯) এবং সাজ্জাদ হোসেনের মেয়ে সিনথিয়া (৮)।স্থানীয়রা জানিয়েছেন, শনিবার দুপুরের দিকে তিন শিশু খালে গোসল করতে নামে। একপর্যায়ে তারা পানিতে তলিয়ে যায়। কিছু দূরে খালে পাট ধোয়ার কাজ করছিলেন কয়েকজন গ্রামবাসী। তারা বিষয়টি টের পেয়ে দ্রুত শিশুদের উদ্ধার করে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তিনজনকেই মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: রূপগঞ্জে শীতলক্ষ্যা নদী বাঁচাতে ছয় দফা অঙ্গীকার বাস্তবায়নে জামায়াতের র‌্যালি

মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহমান জানান,ঘটনাটি মর্মান্তিক এবং খুবই হৃদয়বিদারক।তিন শিশুর মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।