মা ইলিশ সংরক্ষণ অভিযান
চাঁদপুরে মেঘনা নদীতে রাতভর টাস্কফোর্স অভিযান
চাঁদপুরের মেঘনা নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৫ বাস্তবায়নে রাতভর টাস্কফোর্স অভিযান পরিচালনা করেছে নৌ পুলিশ, মৎস্য বিভাগ, কোস্টগার্ড ও জেলা প্রশাসন।
শুক্রবার (১১ অক্টোবর) দিবাগত রাত দেড়টা থেকে শুরু হয়ে সকাল পর্যন্ত চলা এই যৌথ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল, মাছ ও মাছ ধরার নৌকা জব্দ করা হয়। আটক করা হয়েছে ৩৮ জন জেলে।
আরও পড়ুন: সীমান্তে গুলিবর্ষণে শিশুর মৃত্যু, মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব
অভিযানে নেতৃত্ব দেন নৌ পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা-এর অতিরিক্ত ডিআইজি প্রবীর কুমার রায়। অভিযানে আরও অংশ নেন নৌ পুলিশের চট্টগ্রাম অঞ্চলের পুলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমান, জেলা মৎস্য কর্মকর্তা শ্রীবাস চন্দ্র চন্দ, সদর উপজেলার এসিল্যান্ড বাপ্পি দত্ত রনি, সহকারী পুলিশ সুপার (নৌ) ইমতিয়াজ আহমেদ, কোস্টগার্ড স্টেশন চাঁদপুরের চীফ পেটি অফিসার একেএমএস ইকবাল, চাঁদপুর নৌ থানার ওসি, চাঁদপুর সদর উপজেলা মৎস্য কর্মকর্তা, এবং নৌ পুলিশের অন্যান্য সদস্যবৃন্দ।
আরও পড়ুন: মিয়ানমার থেকে ছোড়া গুলিতে আহত আফনানের মাথার খুলি খুলে রাখা হয়েছে





