সীমান্তে মাইন বিস্ফোরণে আহত বিজিবি সদস্যকে হেলিকপ্টারযোগে ঢাকায় স্থানান্তর

Any Akter
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ১২:৩৩ অপরাহ্ন, ১৫ অক্টোবর ২০২৫ | আপডেট: ২:১২ অপরাহ্ন, ১৩ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ-মায়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে আহত বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য নায়েক মোঃ আক্তার হোসেনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়েছে। রোববার (১২ অক্টোবর) সকালে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু সীমান্তে নিয়মিত টহল পরিচালনার সময় মাইন বিস্ফোরণে তিনি গুরুতর আহত হন। ঘটনাস্থল থেকে তাঁকে দ্রুত উদ্ধার করে রামু সেনানিবাসস্থ সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয় এবং তাৎক্ষণিক চিকিৎসা প্রদান করা হয়।

পরবর্তীতে উন্নত চিকিৎসার প্রয়োজনীয়তা বিবেচনায় আজ বিকেলে তাঁকে বিজিবির হেলিকপ্টারযোগে রামু সেনানিবাস থেকে ঢাকা সেনানিবাসস্থ সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তর করা হয়েছে।

আরও পড়ুন: মিয়ানমার থেকে ছোড়া গুলিতে আহত আফনানের মাথার খুলি খুলে রাখা হয়েছে

বিজিবি সূত্র জানায়, আহত নায়েক মোঃ আক্তার হোসেন বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন এবং তাঁর শারীরিক অবস্থা নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।