কুমিল্লা-৪ আসনে হাসনাত আবদুল্লাহকে ঘিরে বিএনপি-জামায়াতে আতংক

Sadek Ali
মো. মাসুদ রানা, কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: ১:১২ অপরাহ্ন, ১৬ অক্টোবর ২০২৫ | আপডেট: ৫:৩৮ অপরাহ্ন, ১৬ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিনাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ'কে ঘিরে আতংকে ছড়িয়ে পড়ছে স্থানীয় বিএনপি-জামায়াতের তৃণমূল নেতাকর্মীদের মাঝে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে এনসিপির জোট গঠন বা তাদের আসন ছাড় দেওয়াকে কেন্দ্র করে পাল্টে যেতে পারে কুমিল্লা-৪ দেবিদ্বার আসনে বিএনপি-জামায়াতের মনোনয়নের হিসাব নিকাশ। 

জানা যায়, আসনটিতে মনোনয়ন পেতে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক চারবারের এমপি আলহাজ্ব ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সাধারণ সম্পাদক এম আউয়াল খান, কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব এএফএম তারেক মুন্সী, বেলজিয়াম বিএনপির সভাপতি সাইদুর রহমান লিটন কাজ করছেন। জামায়াতের গ্রীণ সিগনাল পেয়ে একক প্রার্থী হিসেবে মাঠে কাজ করে যাচ্ছেন দেবিদ্বার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম শহীদ। এছাড়াও এ আসনে একের পর এক চমক সৃষ্টি করে ভোটারদের কাছে জনপ্রিয় হয়ে উঠছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর দক্ষিনাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

আরও পড়ুন: কুলাউড়ায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ

এদিকে জাতীয় সংসদ নির্বাচনে জুলাই গণঅভ্যুত্থানের ছাত্রনেতাদের গড়া দল এনসিপিকে ভোটের মাঠে সঙ্গে পেতে চায় বিএনপি। অন্যদিকে ভোটের মাঠে গণঅভ্যুত্থানের আবেগ পক্ষে রাখতে এনসিপির সঙ্গে জোট না হলেও অন্তত নির্বাচনী সমঝোতা করতে আগ্রহী জামায়াতে ইসলামী। তবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কি নিজেরা জোট করবেন, না বিএনপি বা জামায়াতের সাথে জোটবদ্ধ হবেন তা এখনো নিশ্চিত করেন নাই দলটি। অপরদিকে আগামী নির্বাচনে এনসিপি আলাদা জোট করলেও তাদের আসন ছাড় দেওয়ার বিষয়ে বিএনপির একাধিক নীতিনির্ধারক ইতিবাচক মনোভাব মিডিয়ায় উঠে এসেছে। তাছাড়া জামায়াতও এসসিপিকে প্রত্যাশিত সংখ্যক আসনে ছাড় এবং নির্বাচনে সব রকম সহায়তার প্রতিশ্রুতির খবরও সংবাদ মাধ্যমে উঠে আশায় এর প্রভাব পড়তে শুরু করেছে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে। দু’দলের নেতাকর্মীদের মাঝে এ নিয়ে হতাশা ও দ্বিধাদ্বন্দ্ব শুরু হয়েছে। বিশেষ করে বিএনপির ঘাঁটি খ্যাত এ আসন পুণরুদ্ধারে কাজ করা নেতাকর্মীরা বেশি হতাশগ্রস্ত হয়ে পড়ছেন। মন্জুরুল আহসান মুন্সী জানান, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি দলের হয়ে কুমিল্লা-৪ আসন দেবিদ্বার থেকে তাকে মনোনয়ন দেওয়া হবে। তিনি বলেন- কারোর কথায় কান দিবেন না, আমার নমিনেশন কনফার্ম। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে আমার কথা হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক দেবিদ্বার বিএনপির মাঠ পর্যায়ের একাধিক নেতা বলেন, দেবিদ্বার আসন বিএনপির ঘাঁটি, এ আসনটি পুণরুদ্ধারে নেতাকর্মীরা দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। আসনটি বিএনপির ঘাঁটি হলেও ১৭ বছর এ আসন আমাদের দখলে নেই। জোটের স্বার্থে এ আসন ছাড় দিলে আসনটি আবারো ৫ বছরের জন্য হাতছাড়া হতে পানে। তাই আমরা চাই বিএনপির ত্যাগী নেতাদের এ আসনে মনোনয়ন দিয়ে আসনটি পুনরুদ্ধার করবে দল।  

আরও পড়ুন: কুলাউড়ায় আড়াই লাখ টাকার ভারতীয় বিড়ি-সিগারেট জব্দ

হাসনাত আব্দুল্লাহকে আসন ছাড়ার বিষয়ে জানতে চাইলে দেবিদ্বার উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক শহীদুল ইসলাম বলেন, এ বিষয়ে মতামত দেওয়ার এখনো সময় আসে নাই। এনসিপি কি জামায়াতের সাথে না বিএনপির সাথে জোটবদ্ধ হচ্ছে তা এখনো নিশ্চিত হয়নি। সময়ই বলে দিবে কি করতে হবে।

দেবিদ্বার উপজেলা বিএনপির আহবায়ক মোঃ গিয়াস উদ্দিন বলেন, দলের কাছে আমাদের প্রত্যাশা যারা দলের দুর্দিনে কাজ করেছে তাদেরকে দল মনোনয়ন দিবেন। তারপরও দলের হাইকমান্ডের যে কোন সময়, যে কোন সিদ্ধান্ত আমরা মেনে নিয়ে কাজ করবো।