টঙ্গীর ইমাম মুফতি মুহিবুল্লাহ মাদানী নিখোঁজ, পরিবারে উদ্বেগ

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৮:১৫ পূর্বাহ্ন, ২৩ অক্টোবর ২০২৫ | আপডেট: ৮:১৫ পূর্বাহ্ন, ২৩ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গাজীপুরের টঙ্গী টিএন্ডটি এলাকার বিটিসিএল জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মুফতি মুহিবুল্লাহ মাদানী নিখোঁজ হয়েছেন। বুধবার (২২ অক্টোবর) সকাল থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

পরিবারের সদস্যরা জানিয়েছেন, নিখোঁজ হওয়ার আগে মুফতি মুহিবুল্লাহ বেশ কয়েকটি উড়ো চিঠিতে হুমকি পেয়েছিলেন।

আরও পড়ুন: বিএনপির সাবেক নেতা ফয়জুল করিমের আওয়ামী লীগে যোগদান

নিখোঁজ ইমামের ছেলে আব্দুল্লাহ মাদানী জানান, গত শুক্রবার জুমার খুতবায় তার বাবা হিন্দু ধর্মীয় সংগঠন ইসকন সম্পর্কে সমালোচনামূলক বক্তব্য দেন। এরপর থেকেই অজ্ঞাত সূত্রে একাধিক উড়ো চিঠিতে তাকে হত্যার হুমকি দেওয়া হয়। বিষয়টি তিনি মসজিদ কমিটিকেও জানিয়েছিলেন। তবে বুধবার সকালে হঠাৎই তিনি বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি।

সকাল ১১টা পর্যন্ত তার ব্যবহৃত ফোনটি চালু ছিল, পরে সেটি বন্ধ পাওয়া যায়,” বলেন আব্দুল্লাহ। তিনি আশঙ্কা প্রকাশ করেন, ইসকন সংশ্লিষ্ট কিছু দুর্বৃত্ত হয়তো আমার বাবাকে অপহরণ করে থাকতে পারে।

আরও পড়ুন: আধিপত্য বিস্তারকে কেন্দ্র রাতে টর্চ লাইট জ্বালিয়ে সংঘর্ষ, আহত ৩০

এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ওসি মো. ওয়াহিদুজ্জামান বলেন, মুফতি মুহিবুল্লাহ মাদানীর সন্ধানে মোবাইল ফোন ট্র্যাক করা হচ্ছে। তার অবস্থান নির্ণয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। তিনি আরও জানান, ঘটনার বিষয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হচ্ছে এবং প্রয়োজনীয় সব দিক অনুসন্ধান করা হচ্ছে।