চরফ্যাশনে তারেক রহমান ঘোষিত ৩১ দফার লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

Sanchoy Biswas
চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি
প্রকাশিত: ৫:৪৫ অপরাহ্ন, ২৩ অক্টোবর ২০২৫ | আপডেট: ১০:২৬ অপরাহ্ন, ২৩ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে ভোলা-৪ আসনের সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিন আলমের পক্ষে উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আমিরুল ইসলাম মিন্টিজ, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আশরাফুর রহমান দিপু ফরাজির নেতৃত্বে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন চরফ্যাশন উপজেলা বিএনপির অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আজ বৃহস্পতিবার দিনব্যাপী বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে উপজেলার জিন্নাগড় ইউনিয়নের কাসেমগঞ্জ বাজার, কুতুবগঞ্জ বাজার, দাশকান্দি, শশীভূষণ, চরকলমি, ভুতারখেয়া, দলালবাজার, বাবুরহাট ও বেতুয়া বাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানের দোকানপাট, জনবহুল এলাকা ও ঘরে ঘরে গিয়ে সাধারণ মানুষের হাতে লিফলেট বিতরণ করেন নেতারা। পাশাপাশি জনগণের সঙ্গে কথা বলে বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনা ও রাষ্ট্রীয় কাঠামো সংস্কারের অঙ্গীকার তুলে ধরেন তারা।

আরও পড়ুন: কক্সবাজারে অসুস্থ ঘোড়াদের চিকিৎসা করেছে বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন

এ সময় ৩১ দফার মূল বক্তব্য তুলে ধরেন যুবদলের সাবেক সভাপতি আশরাফুর রহমান দিপু ফরাজি। তিনি জনগণকে ৩১ দফা মনোযোগ সহকারে পড়ার আহ্বান জানান এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলেন ও সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিন আলমের সালাম জনগণের কাছে পৌঁছে দেন।

সাধারণ জনগণের উদ্দেশে উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আমিরুল ইসলাম মিন্টিজ বলেন, “৩১ দফা শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয়, এটি জনগণের মুক্তির রূপরেখা। রাষ্ট্র মেরামতে ৩১ দফার প্রচারে কাজ করছি। গ্রামের প্রতিটি ঘরে ঘরে সাধারণ জনগণসহ সকল শ্রেণির মানুষ ৩১ দফা স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করছে।”

আরও পড়ুন: ছাত্রলীগ নেতাকে বহন করা প্রিজনভ্যান ঘিরে ছাত্র-জনতার বিক্ষোভ, ফাঁসি দাবি

যুবদলের সাবেক সভাপতি আশরাফুর রহমান দিপু ফরাজি বলেন, “দেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে ৩১ দফা কর্মসূচি ঘোষণা করেছেন, তা বাস্তবায়িত হলে দেশের প্রতিটি নাগরিক ন্যায়বিচার, সমঅধিকার ও প্রকৃত স্বাধীনতা ভোগ করতে পারবে। বিএনপি ক্ষমতায় এলে কৃষক, শ্রমিকসহ সব শ্রেণি-পেশার মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে, বেকারত্ব দূর হবে।” তিনি আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিন আলমের পক্ষে ধানের শীষে ভোট দিতে জনগণের প্রতি আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন চরফ্যাশন উপজেলা বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক প্রভাষক গোলাম আকতার মইন, যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম দুলাল, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম সেলিম, উপজেলা ওলামা দলের নেতা সাবেক চেয়ারম্যান হাজী রফিকাছিলামী, শ্রমিক দলের সভাপতি মীর আজাদ, উপজেলা ছাত্রদলের সভাপতি আলী মুরতুজা, সম্পাদক জাহান, সাংবাদিক শাহাবুদ্দিন শিকদারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ জানান, “বর্তমান দুর্নীতি ও জনদুর্ভোগ থেকে দেশকে মুক্ত করতে তারেক রহমানের এই ৩১ দফা একটি সুস্পষ্ট ও যুগোপযোগী রোডম্যাপ। জনগণের স্বার্থে ও গণতন্ত্র পুনরুদ্ধারে এই কর্মসূচি ঘরে ঘরে পৌঁছে দিতে বদ্ধপরিকর বিএনপির নেতাকর্মীরা।”

এই গণসংযোগ কর্মসূচিকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ ও ইতিবাচক সাড়া লক্ষ্য করা গেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রণীত রাষ্ট্র পুনর্গঠন ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের ৩১ দফা রূপরেখা দেশের প্রতিটি মানুষের কাছে পৌঁছে দেওয়ার অংশ হিসেবে চরফ্যাশন উপজেলার বিভিন্ন ইউনিয়নে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।