রূপগঞ্জে ফুটপাত ও মহাসড়ক দখলমুক্তে যৌথ উচ্ছেদ অভিযান

Sanchoy Biswas
শ্রী দিপু চন্দ্র গোপ, রূপগঞ্জ(নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ৬:৫১ অপরাহ্ন, ২৪ অক্টোবর ২০২৫ | আপডেট: ১০:১৭ অপরাহ্ন, ২৪ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা গাউছিয়া এলাকায় ফুটপাত ও মহাসড়ক দখলমুক্ত করতে উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী যৌথভাবে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে।

শুক্রবার বিকেলে ভুলতা গোলচত্বর থেকে গোলাকান্দাইল গোলচত্বর পর্যন্ত এই অভিযান পরিচালিত হয়। অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তারিকুল আলম।

আরও পড়ুন: কাপাসিয়ায় তাওহিদী জনতার উদ্যোগে ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

অভিযানে গাউছিয়া মার্কেট সংলগ্ন প্রধান সড়কের দুই পাশে শতাধিক অবৈধ অস্থায়ী দোকান, ভাসমান স্টল এবং নির্মাণসামগ্রী উচ্ছেদ করা হয়। দীর্ঘদিন ধরে এসব দোকান ফুটপাত ও সড়কের বড় অংশ দখল করে রাখায় পথচারী ও যানবাহনের চলাচলে চরম ভোগান্তি সৃষ্টি হচ্ছিল। যদিও এর আগে প্রশাসনের পক্ষ থেকে কয়েকবার অভিযান পরিচালনা করা হয়েছে, কয়েক ঘণ্টার মধ্যেই দোকানপাট পুনঃস্থাপন দেখা গিয়েছে।

অভিযানে উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট তারিকুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফরিদ আল সোহান, রূপগঞ্জ থানার ওসি (তদন্ত) মোক্তার হোসেন, ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোখলেসুর রহমান, ভুলতা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোফাকখেরসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও পুলিশ প্রশাসনের সদস্যরা।

আরও পড়ুন: কুলাউড়ায় বিশেষ অভিযানে ১৪ জন গ্রেপ্তার

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম বলেন, “সড়ক ও ফুটপাত সাধারণ মানুষের চলাচলের জন্য। কেউ যদি এটি দখল করে ব্যক্তিগত ব্যবসা পরিচালনা করে, তা কখনোই মেনে নেওয়া যায় না। ইতোমধ্যেই পাঁচবার অভিযান পরিচালনা করেছি। ভবিষ্যতেও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। অবৈধভাবে কেউ দোকান বা সড়ক দখল করতে চাইলে জেল, জরিমানা ও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয় পথচারী ও ব্যবসায়ীরা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তারা মনে করছেন, নিয়মিত এই ধরনের অভিযান হলে ফুটপাত ও সড়কে শৃঙ্খলা ফিরে আসবে এবং জনদূর্ভোগ কমবে। তবে কিছু এলাকাবাসীর আশঙ্কা, আগের মতো কয়েক ঘণ্টার মধ্যে দখলদাররা পুনরায় ফুটপাতে দোকান বসাবে কিনা তা এখন দেখার বিষয়।