আশুলিয়ায় নকল ও অনুমোদনহীন বিদেশী ওষুধ জব্দ, আটক ১
 
                                        আশুলিয়ায় একটি নকল ওষুধ তৈরির কারখানায় অভিযান পরিচালনা করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৪) এর একটি দল। এ সময় বিপুল পরিমাণ নকল ওষুধসহ ওষুধ তৈরীর সরঞ্জাম জব্দ করা হয় এবং এর সাথে জড়িত একজনকে আটক করা হয়।
মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুর ১টার দিকে আশুলিয়ার বাইপাইল পশ্চিমপাড়া এলাকার মোতালেব ভিলা নামের একটি ৬তলা ভবনে এ অভিযান চালানো হয়। আটককৃত ব্যক্তির নাম জিসান (২৮)। তিনি পাবনা জেলার বাসিন্দা এবং ওই কারখানার ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন বলে জানা যায়।
আরও পড়ুন: বেতন বৃদ্ধির দাবিতে রাসিকের শ্রমিকদের বিক্ষোভ-কর্মবিরতি
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি একটি ছয়তলা ভবনের ছাদের এক কক্ষে বিভিন্ন নামিদামি কোম্পানির নামে ভেজাল ওষুধ উৎপাদন করা হচ্ছে। পরে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওষুধ তেরীর কারখানা থেকে বোতল, লেবেল, কেমিক্যাল, প্যাকেট এবং ওষুধ তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। এ সময় একই ভবনের দ্বিতীয় তলায় ও নিচতলায় ‘গাজী মেডিসিন পয়েন্ট’ নামের ২টি গোডাউন এবং নিচতলার বাহিরে তাদের বিক্রয় কেন্দ্র ‘গাজী মেডিসিন ডিস্ট্রিবিউশন’ নামের ওষুদের দোকান থেকে বিপুল পরিমাণ নকল ও অনুমোদনহীন বিদেশী ওষুধ জব্দ করা হয়।
র্যাব আরও জানায়, তারা মূলত তাদের যে ‘গাজী মেডিসিন ডিস্ট্রিবিউশন’ নামের বিক্রয় কেন্দ্রটি রয়েছে, সেখানে বৈধ ওষুধের আড়ালে এ সকল নকল পণ্য বাজার জাত করে আসছিল।
আরও পড়ুন: শেরপুরের বারোমারি মিশনের ফাতেমা রানীর তীর্থোৎসবের প্রস্তুতি সম্পন্ন
অভিযানের নেতৃত্ব দেওয়া র্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু হাসান বলেন, র্যাব-৪ ও ড্রাগ এডমিনিস্ট্রেশনের উদ্যোগে যৌথভাবে এই ছয়তলা বিল্ডিংয়ে অবস্থিত নকল ওষুধের কারখানায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এই বাড়িতে বাসার মধ্যে কারখানা ও গোডাউন রয়েছে সেখানে বিপুল পরিমাণ নকল ওষুধ, আন রেজিষ্টার্ড ওষুধ ও অনুমোদনহীন বিদেশী ওষুধ পাওয় গিয়েছে। এগুলো মানুষের জণ্য ক্ষতিকর।
তিনি আরও বলেন, কারখানার মালিক পলাতক রয়েছে, তবে আমরা ম্যানেজারকে ধরেছি এবং দুই লক্ষ টাকা অর্থদন্ড করা হয়েছে। বিপুল পরিমাণ মালামাল জব্দ করা হয়েছে। এগুলো ধবংস করা হবে এবং মালিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।এ সময় ওষুধ প্রশাসন অধিদপ্তারের প্রতিনিধি দলও উপস্থিত ছিলেন।





 
                                                    
 
                                        
                                        
                                     
                                        
                                        
                                     
                                        
                                        
                                     
                                        
                                        
                                     
                                        
                                        
                                     
                                        
                                        
                                     
                                        
                                        
                                    