নৌপরিবহন সচিব মোহাম্মদ ইউসুফকে অপসারণ, সংযুক্তি জনপ্রশাসন মন্ত্রণালয়ে

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৮:২৯ পূর্বাহ্ন, ২৪ অক্টোবর ২০২৫ | আপডেট: ৮:২৯ পূর্বাহ্ন, ২৪ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ ইউসুফকে তার পদ থেকে সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

মোহাম্মদ ইউসুফ ছিলেন চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা। গত বছরের ১০ নভেম্বর তিনি দুই বছরের জন্য সিনিয়র সচিব হিসেবে নিয়োগ পান।

আরও পড়ুন: সংসদ নির্বাচন পর্যবেক্ষণে ড্রোন ব্যবহারের চিন্তা করছে সরকার

সরকারি এক সূত্র জানিয়েছে, প্রশাসনিক পুনর্বিন্যাসের অংশ হিসেবেই তাকে পদ থেকে অব্যাহতি দিয়ে নতুন সংযুক্তি দেওয়া হয়েছে।

এ বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি সংশ্লিষ্ট দপ্তর থেকে।

আরও পড়ুন: মার্কিনসহ অন্যান্য দূতাবাসের নিরাপত্তা রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার