সৌদির কোরবানির মাংস পেল নাজিরপুরের এতিমরা

Sanchoy Biswas
মো. শফিকুল ইসলাম শফিক
প্রকাশিত: ১০:৫১ অপরাহ্ন, ৩০ অক্টোবর ২০২৫ | আপডেট: ৫:৪১ পূর্বাহ্ন, ২৫ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সৌদি আরব সরকার কর্তৃক প্রেরিত কোরবানির মাংস সমাজের অসহায় ও দরিদ্র এতিমদের মধ্যে বিতরণ করেন পিরোজপুরের নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া শাহনাজ তমা।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বেলা ২টার দিকে নাজিরপুর উপজেলা পরিষদের চত্বর থেকে এ মাংস বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া শাহনাজ তমা, সহকারী কমিশনার (ভূমি), উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, জনস্বাস্থ্য উপসহকারী প্রকৌশলী, উপজেলার বিভিন্ন এতিমখানার মোহতামিম, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ রাজনৈতিক নেতৃবৃন্দ।

আরও পড়ুন: নতুন বছরের প্রথম দিন পর্দা উঠছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার, উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া শাহনাজ তমা জানান, এ বছর খুবই কম বরাদ্দ পাওয়া গেছে, যা এতিমখানার সংখ্যার তুলনায় অপ্রতুল। প্রাপ্ত বরাদ্দ অনুযায়ী উপজেলার ২০টি এতিমখানা, ১টি মহিলা মাদরাসা, ১টি আলিয়া মাদরাসা ও শিশু নিকেতনসহ সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের মধ্যে মোট ২৫ কার্টন মাংস বিতরণ করা হয়েছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খোকন চন্দ্র দাস জানান, আমরা যে বরাদ্দ পেয়েছি, সেটি উপজেলার এতিমখানাসহ ২৫টি প্রতিষ্ঠানে বিতরণ করেছি।

আরও পড়ুন: মুক্ত গণমাধ্যম যেন দায়িত্বহীন না হয়: এম আব্দুল্লাহ

মাংস পাওয়া প্রতিটি প্রতিষ্ঠান সৌদি সরকার ও উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জ্ঞাপন করেছে।