সোনারগাঁয়ে বালু মহাল নিয়ন্ত্রণ নিয়ে বিএনপি নেতা দুই ভাইয়ের সমর্থকদের সংঘর্ষ, বাড়িঘরে আগুন

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১০:৪৭ পূর্বাহ্ন, ০৭ নভেম্বর ২০২৫ | আপডেট: ১০:৪৭ পূর্বাহ্ন, ০৭ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বালু মহাল নিয়ন্ত্রণের জেরে বিএনপি নেতা দুই ভাইয়ের সমর্থকদের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত চারজন আহত হয়েছেন এবং কয়েকটি বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাত সাড়ে ৮টা থেকে টানা তিন ঘণ্টা ধরে উপজেলার পিরোজপুর ইউনিয়নের আষাঢ়িয়ারচর এলাকায় সংঘর্ষ চলে। এ সময় উভয় পক্ষ একে অপরের বাড়িঘরে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ করে বলে জানিয়েছেন স্থানীয়রা।

আরও পড়ুন: কিশোরগঞ্জ-৩ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করলেন কর্নেল জেহাদ খান

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় আধিপত্য বিস্তার ও বালু মহাল নিয়ন্ত্রণ নিয়ে দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরেই বৃহস্পতিবার রাতে তাদের সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। আগুন নেভাতে গেলে ফায়ার সার্ভিস ও পুলিশের ওপর হামলার চেষ্টাও করা হয়।

সংঘর্ষে নেতৃত্ব দেন সোনারগাঁ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রউফ এবং তার ছোট ভাই, পিরোজপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আরও পড়ুন: কাপাসিয়ায় আড়াই হাজার ফুলকপি কেটে দিয়েছে দুর্বৃত্তরা, কেমন শত্রুতা!

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল ইসলাম বলেন, “দুই বিএনপি নেতাকে থানায় আনা হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

থানার উপ-পরিদর্শক (এসআই) সারোয়ার হোসেন জানান, অন্তত চারটি বাড়িতে আগুন দেওয়া হয়েছে এবং আহত চারজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোনারগাঁ ফায়ার স্টেশনের সিনিয়র অফিসার জাহেদুল ইসলাম বলেন, “একাধিক স্থানে আগুন লাগার কারণে আমাদের দু’টি ইউনিটকে প্রায় এক ঘণ্টা কাজ করতে হয়েছে আগুন নিয়ন্ত্রণে আনতে।”