ফেনীতে চার তারকা মানের ‘গোল্ডেন প্যালেস হোটেল অ্যান্ড কনভেনশন হল’ উদ্বোধন

Sanchoy Biswas
ইলিয়াছ সুমন, ফেনী প্রতিনিধি
প্রকাশিত: ৯:৫৮ অপরাহ্ন, ১০ নভেম্বর ২০২৫ | আপডেট: ৮:১০ অপরাহ্ন, ১৩ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ফেনীতে অত্যাধুনিক চার তারকা মানের সকল সুযোগ-সুবিধা সম্বলিত গোল্ডেন প্যালেস হোটেল অ্যান্ড কনভেনশন হল উদ্বোধন হয়েছে।

সোমবার সকালে ফেনীর শহীদ শহীদুল্লা কায়সার সড়কে হোটেলটির উদ্বোধন করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান মনির উদ্দিন খান সেলিম পাঠান।

আরও পড়ুন: মাথায় গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে, টেকনাফ সীমান্তে কী ঘটছে?

পরিচালক (প্রশাসন) কপিল মাহমুদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান আব্দুল গোফরান বাচ্চু, একরামুল হক ভূঁইয়া, ম্যানেজিং ডিরেক্টর হারুন উর রশিদ, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর গোলাম মর্তুজা টিপু, এক্সিকিউটিভ ডিরেক্টর শহীদুল ইসলাম শাওন, ফিন্যান্স ডিরেক্টর খাইরুল হাসান ফয়সাল এবং ডিরেক্টর আলতাফ হোসেন প্রমুখ।

এ সময় হোটেলের শেয়ারহোল্ডার, পরিচালকবৃন্দ এবং ফেনীতে কর্মরত সাংবাদিকবৃন্দ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দোয়া-মোনাজাত পরিচালনা করেন ভাইস চেয়ারম্যান একরামুল হক একরাম।

আরও পড়ুন: নাসিরনগরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষে সাবেক ইউপি সদস্য নিহত

হোটেল কর্তৃপক্ষ জানান, ফোর স্টার মানের এই হোটেলটিতে ৩৩টি শীতাতপ নিয়ন্ত্রিত আধুনিক আবাসিক কক্ষ, সুবিশাল কনভেনশন হল, রেস্টুরেন্ট, ক্যাফে এবং প্রশস্ত লবি রয়েছে।

উদ্বোধন উপলক্ষে রেস্টুরেন্টের বুফেতে মাত্র ৭৯৯ টাকায় পরিবেশন করা হচ্ছে ৮০ পদের বাহারি আইটেম। এছাড়া অনন্য খাবারে ২০ তারিখ পর্যন্ত ২০% ছাড় এবং আবাসিকে ৩০% ছাড় দেওয়া হচ্ছে।