জুলাই বিপ্লব না মানলে ২০২৬ সালের নির্বাচন হবে না: জামায়াত আমির

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৬:১৭ অপরাহ্ন, ১১ নভেম্বর ২০২৫ | আপডেট: ৬:১৭ অপরাহ্ন, ১১ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, যারা জুলাই বিপ্লবকে স্বীকৃতি দেবে না, তাদের জন্য ২০২৬ সালে কোনো নির্বাচন হবে না। তিনি বলেন, ২০২৬ সালের নির্বাচন দেখতে হলে আগে জুলাই বিপ্লবকে স্বীকৃতি দিতে হবে। আর জুলাই বিপ্লবের স্বীকৃতি প্রদানের জন্য জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করতে হবে। এই আইনি ভিত্তি ছাড়া কোনো নির্বাচন আয়োজনের সম্ভাবনা নেই।

ডা. শফিকুর রহমান মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুর ২টায় রাজধানীর পল্টন মোড়ে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সাংবিধানিক আদেশ জারি ও গণভোট আয়োজনসহ পাঁচ দফা দাবিতে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি বলেন, “গণভোটের ব্যাপারে সব দল একমত, তাহলে তারিখ নিয়ে এই বায়নাবাজি কেন? যখন একমত হয়ে স্বাক্ষর করেছি, তখন গণভোট আগে হওয়াই যুক্তিযুক্ত। এর মাধ্যমে আইনি ভিত্তি তৈরি হবে এবং এরপর জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠিত হবে। ওই নির্বাচন অনুষ্ঠিত হলে আর কোনো সংশয় থাকবে না।”

আরও পড়ুন: নেত্রকোনা-৩ আসনে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবি

জামায়াত আমির আরও বলেন, “আমরা চাই আগামী ফেব্রুয়ারির মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হোক। এ বিষয়ে কেউ বিভ্রান্তি সৃষ্টি করবেন না।” তিনি বিএনপিসহ অন্যান্য দলের প্রতি আহ্বান জানান, সব বায়না ভুলে গিয়ে জুলাই শহীদদের রক্তের প্রতি সম্মান দেখাতে। তিনি বলেন, “লড়াই করে ফ্যাসিবাদকে বিদায় করেছি, লড়াই করে জনগণের দাবি আদায় করব। জনতার বিজয় হবে, কোনো দলের নয়।”

সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মো. রেজাউল করিমের সভাপতিত্বে আন্দোলনরত আট দলের শীর্ষ নেতারা বক্তব্য দেন। জামায়াত আমির বলেন, “জনগণের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলতে থাকবে। আট দলীয় শীর্ষ নেতৃবৃন্দ সমাবেশ শেষে বৈঠকে মিলিত হবেন এবং পরবর্তী কর্মসূচি শিগগির জানানো হবে।”

আরও পড়ুন: ঢাকায় আবারও বাসে আগুন, অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি