ব্রাহ্মণবাড়িয়ায় গ্রামীণ ব্যাংকে পেট্রল ঢেলে আগুন
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় গ্রামীণ ব্যাংকের একটি শাখায় পেট্রল ঢেলে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১১ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে উপজেলার চান্দুরা এলাকায় অবস্থিত ব্যাংকের চান্দুরা ব্রাঞ্চে এ অগ্নিকাণ্ড ঘটে।
ব্যাংকের শাখা ব্যবস্থাপক মো. কলিম উদ্দিন জানান, রাত ২টার দিকে বাইরে থেকে অজ্ঞাত ব্যক্তি বা ব্যক্তিরা ব্যাংকের ভেতরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। ঘটনাটি টের পেয়ে নাইটগার্ড তাৎক্ষণিকভাবে স্থানীয়দের খবর দেন। স্থানীয়দের সহায়তায় আগুন কিছুটা নিয়ন্ত্রণে আনা হয়, পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন সম্পূর্ণ নেভায়।
আরও পড়ুন: সেন্টমার্টিনের দক্ষিণে ১৩ বাংলাদেশি জেলেকে আটক করেছে আরাকান আর্মি
তিনি আরও জানান, আগুনে ব্যাংকের আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে গেছে। তবে সৌভাগ্যবশত টাকার ভল্টের কোনো ক্ষতি হয়নি।
ঘটনার পর ব্যাংক কর্তৃপক্ষ এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে জানান শাখা ব্যবস্থাপক কলিম উদ্দিন।





