বরগুনায় জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পেট্রল বোমা হামলা, ভিডিও ভাইরাল
বরগুনার সার্কিট হাউস মাঠের পূর্ব পাশে অবস্থিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পেট্রল বোমা নিক্ষেপ করে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার (১২ নভেম্বর) রাত ১১টার পর এ ঘটনা ঘটে।
ঘটনার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে একটি ভিডিও, যা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বরগুনা জেলা শাখার সভাপতি রেজাউল কবির রেজা তার ফেসবুক আইডি থেকে শেয়ার করেন বলে জানা গেছে।
ভিডিও ফুটেজে দেখা যায়, এক যুবক কাঠি জ্বালিয়ে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভের দিকে ছুড়ে দেন, সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। এরপর একজন পেট্রল বোমা নিক্ষেপ করলে স্মৃতিস্তম্ভে আগুন ছড়িয়ে পড়ে। ভিডিওতে এক পর্যায়ে এক ব্যক্তি বলতে শোনা যায়, দে। তারপর আরেকজন আগুন নিক্ষেপ করে বলে, ‘চল চল’।
ঘটনার পর ভিডিওটি নিজের ফেসবুকে পোস্ট করে রেজাউল কবির রেজা লেখেন, বরগুনা সার্কিট হাউজের সামনে কথিত জুলাই স্তম্ভে আগুন। মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী জুলাই স্মারক নামের নোংরা জিনিস বরগুনার পবিত্র মাটিতে থাকতে পারে না। থাকতে দেব না।
আরও পড়ুন: ধামরাইয়ে পার্কিং করা যাত্রীবাহী বাসে রহস্যজনক আগুন
বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসাইন বলেন, “খবরটি শুনেছি, তবে ঘটনাস্থলে এসে এমন কোনো নমুনা পাওয়া যায়নি। বিষয়টি যাচাই করা হচ্ছে। এটা আমাদের এলাকার ঘটনা কি না, সেটাও নিশ্চিত হওয়া বাকি।
তিনি আরও বলেন, বরগুনা সদর থানা পুলিশ যে কোনো নাশকতা প্রতিরোধে সতর্ক রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, জুলাই শহীদ স্মৃতিস্তম্ভটি মুক্তিযুদ্ধকালীন সময়ে শহীদদের স্মরণে নির্মিত হয়েছিল। তবে সাম্প্রতিক বছরগুলোতে এ স্থাপনাটিকে ঘিরে বিতর্ক সৃষ্টি হয়।





