সংস্কারবাদী খৈয়ামের মনোনয়ন বাতিলের দাবিতে রাজবাড়ীতে বিএনপির সড়ক অবরোধ ও মানববন্ধন

Sanchoy Biswas
সোহাগ মিয়া, রাজবাড়ী
প্রকাশিত: ১০:০৬ অপরাহ্ন, ১৬ নভেম্বর ২০২৫ | আপডেট: ১০:০৬ অপরাহ্ন, ১৬ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ামের নমিনেশন বাতিল করে পুনরায় মনোনয়নের দাবিতে রাজবাড়ী গোয়ালন্দ মোড়ে ২ ঘণ্টা সড়ক অবরোধ, মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে কেন্দ্রীয় কৃষক দলের সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট মো. আসলাম মিয়ার সমর্থকেরা।

রোববার ১৬ নভেম্বর বিকেল ৫টার সময় রাজবাড়ী সদর উপজেলা বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে গোয়ালন্দ মোড়ে ঢাকা–খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছেন

আরও পড়ুন: ২৯ নভেম্বর অষ্টগ্রাম সাবুদ আলীর বাড়ির ওয়াজ ও দোয়ার মাহফিল

আসলাম সমর্থকেরা।

এসময় বক্তারা বলেন, দ্রুত সময়ের মধ্যে রাজবাড়ী-১ আসনের নমিনেশন বাতিল করে পুনরায় আসলাম মিয়াকে দেওয়ার জন্য দাবি জানান বক্তারা।

আরও পড়ুন: রূপগঞ্জে শীতলক্ষ্যা নদী বাঁচাতে ছয় দফা অঙ্গীকার বাস্তবায়নে জামায়াতের র‌্যালি

এ সময় উপস্থিত ছিলেন—রাজবাড়ী জেলা বিএনপির আহবায়ক লিয়াকত আলী বাবু, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মো. আবুল হোসেন গাজী, পৌর বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আব্দুল মালেক খান, সদস্য সচিব তুহিনুর রহমান তুহিন, জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান, জেলা যুবদলের সদস্য সচিব আমিনুর রহমান ঝন্টু, গোয়ালন্দ উপজেলা বিএনপির সভাপতি মো. নিজাম উদ্দিন শেখ, সাধারণ সম্পাদক মোশারফ আহমেদ, পৌর বিএনপির সভাপতি আবুল কাশেম মন্ডল, সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান মোল্লা, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি জিয়াউল হুদা উজ্জ্বল, উপজেলা যুবদলের সদস্য সচিব সানোয়ার আহমেদ, পৌর যুবদলের সদস্য সচিব কামরুজ্জামান কামরুল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবু সাঈদ মণ্ডল, খানখানাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আহসান হাবিব শাহিনসহ জেলা ও উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনসহ তিন থেকে পাঁচ হাজার নেতৃবৃন্দ।