চট্টগ্রাম বন্দরে এলেন মালয়েশিয়ার হাইকমিশনার

Sanchoy Biswas
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ৯:৫৫ অপরাহ্ন, ১৬ নভেম্বর ২০২৫ | আপডেট: ৯:৫৫ অপরাহ্ন, ১৬ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার এইচ.ই মোহাম্মদ সুহাদাম অতম্যান চট্টগ্রাম বন্দর পরিদর্শন করেন। রোববার সকালে চট্টগ্রাম বন্দরে আগমনের পর সদস্য (হারবার ও মেরিন) কমডোর আহমেদ আমিন আবদুল্লাহর সাথে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন। বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামান ভিডিও কনফারেন্সে হাইকমিশনারের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

হাইকমিশনার বন্দরের সার্বিক অগ্রগতি, পরিচালনাগত সক্ষমতা ও দক্ষতা, বিভিন্ন উন্নয়ন প্রকল্প এবং নিরাপত্তা ব্যবস্থার ভূয়সী প্রশংসা করেন। তিনি আশা প্রকাশ করেন যে আগামীতে বাংলাদেশ–মালয়েশিয়ার দীর্ঘদিনের ভ্রাতৃসুলভ সম্পর্ক আরও জোরদার হবে।

আরও পড়ুন: মহাসড়কে কাভার্ডভ্যানের চাপায় ভ্যানের তিন যাত্রী নিহত

আলোচনাকালে নাবিক প্রশিক্ষণ, পোর্ট ম্যানেজমেন্ট ট্রেনিংসহ সংশ্লিষ্ট অন্যান্য খাতে মালয়েশিয়ার সহযোগিতার আশ্বাস প্রদান করেন। এছাড়াও চিকিৎসা ক্ষেত্রে মালয়েশিয়ার অভাবনীয় সাফল্যের কথা উল্লেখ করে বাংলাদেশের রোগীদের উন্নত চিকিৎসার জন্য মালয়েশিয়া গমনের পরামর্শ দেন।

মালয়েশিয়ার হাইকমিশনারকে চট্টগ্রাম বন্দরের ভবিষ্যৎ পরিকল্পনার উপর একটি প্রেজেন্টেশন প্রদান করা হয়। সৌজন্য সাক্ষাৎ শেষে প্রতিনিধিদল চট্টগ্রাম বন্দরের অপারেশনাল কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন।

আরও পড়ুন: নাসিরনগরে দুই পক্ষের সংঘর্ষে সাবেক ইউপি সদস্য নিহত, অর্ধশতাধিক আহত