কাপাসিয়া লোহাদী উচ্চ বিদ্যালয়ে বর্ণাঢ্য অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
গাজীপুরের ঐতিহ্যবাহী কাপাসিয়া লোহাদী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে বর্ণাঢ্য ও আনন্দঘন অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ নভেম্বর) বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী আয়োজিত এ সমাবেশে অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের ব্যাপক উপস্থিতি ছিল।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি প্রভাষক মতিউর রহমান মতির সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, কাপাসিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক ও ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী শাহ রিয়াজুল হান্নান।
আরও পড়ুন: ২৯ নভেম্বর অষ্টগ্রাম সাবুদ আলীর বাড়ির ওয়াজ ও দোয়ার মাহফিল
সমাবেশের উদ্বোধনী বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্য সচিব ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জেলা ও উপজেলা বিএনপির সিনিয়র নেতা এবং বিশিষ্ট ব্যবসায়ী ফ. ম. মমতাজ উদ্দিন রেনু।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন—বারিষাব ইউনিয়ন বিএনপির সভাপতি মাওলানা কফিল উদ্দিন, গিয়াসপুর উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. ইকবাল হোসেন, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি ও কাপাসিয়া রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের সভাপতি এফ. এম. কামাল হোসেন, বিএনপি নেতা আলী আকবর, রায়েদ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বাদল, দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মাসুম সরকার।
আরও পড়ুন: রূপগঞ্জে শীতলক্ষ্যা নদী বাঁচাতে ছয় দফা অঙ্গীকার বাস্তবায়নে জামায়াতের র্যালি
সমাবেশ শেষে বিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এর আগে অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানায় শিক্ষার্থীরা।
প্রধান অতিথি শাহ রিয়াজুল হান্নান বলেন, “শিক্ষা ব্যবস্থার উন্নয়নে শক্তিশালী নীতিমালা ও নীতিগত সিদ্ধান্ত অত্যন্ত জরুরি। বিএনপি ক্ষমতায় এলে শিক্ষাব্যবস্থাকে আধুনিক ও যুগোপযোগী করে পুনর্বিন্যাস করা হবে।”
তিনি অভিযোগ করেন, “বিগত সময়ে পরিকল্পিতভাবে শিক্ষাকে ক্ষতিগ্রস্ত করা হয়েছে এবং পাঠ্যপুস্তকে এক ব্যক্তির বন্দনা চালু করা হয়েছিল।”
তিনি আরও বলেন, তাঁর প্রয়াত পিতা শিক্ষা অবকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন এবং এখনো অসমাপ্ত অনেক কাজ রয়েছে। সেই কাজ শেষ করতে আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকে সকলের সমর্থন কামনা করেন তিনি।
এছাড়া তিনি বিদ্যালয় ক্যাম্পাসকে মাদকমুক্ত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন এবং হান্নান শাহ স্মৃতি ফাউন্ডেশনের মাধ্যমে মেধাবী শিক্ষার্থীদের সহায়তা অব্যাহত রাখার ঘোষণা দেন।
অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীরা প্রয়াত ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ’র বর্ণাঢ্য জীবনীর ওপর একটি নাটিকা মঞ্চস্থ করে, যা অনুষ্ঠানে উপস্থিত সকলকে মুগ্ধ করে।





