নরসিংদীতে ভূমিকম্পে নিহত বাবা-ছেলের দাফন সম্পন্ন
নরসিংদীতে ভূমিকম্পের সময় নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে নিহত কিশোরগঞ্জের পাকুন্দিয়ার দেলোয়ার হোসেন উজ্জ্বল (৩৮) ও তার শিশু ছেলে ওমর (৯)–এর দাফন সম্পন্ন হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে পাকুন্দিয়া উপজেলার উত্তরপাড়া গ্রামের একটি বিদ্যালয় মাঠে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাদের দাফন করা হয়।
স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, চাকরিসূত্রে দেলোয়ার পরিবারসহ নরসিংদী শহরের গাবতলি এলাকায় ভাড়া বাসায় থাকতেন। শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে ভূমিকম্পের সময় পাশের নির্মাণাধীন ভবনের দেয়াল ভেঙে তাদের বাসার ওপর চাপা পড়ে। এতে দেলোয়ার, তার ছেলে ও দুই মেয়ে গুরুতর আহত হন।
আরও পড়ুন: দেবীদ্বারের কৃষিতে ফিরেছে সবুজ হাসি
আহতদের প্রথমে নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢামেকে পাঠানো হলে শিশু ওমরকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় দেলোয়ারও মারা যান। তিনি বাংলাদেশ জুট মিলস কর্পোরেশনে উচ্চমান সহকারী হিসেবে কর্মরত ছিলেন। অন্যদিকে নিহত ওমর নরসিংদীর একটি মাদরাসার হেফজ বিভাগের ছাত্র ছিল।
দেলোয়ারের ভাই আনোয়ার হোসেন সেতু বলেন, “আমার ভাই খুব ভালো মানুষ ছিলেন। তার দুই মেয়ে এখনো চিকিৎসাধীন। একজনের অবস্থা গুরুতর। সবার কাছে দোয়া চাই।”
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় গলাকেটে ও গুলি করে সাবেক ছাত্রদলকর্মীকে হত্যা
ইউএমসি জুট মিলসের উপমহাব্যবস্থাপক আবুল কাশেম মো. হান্নান জানান, “উজ্জ্বল আমাদের প্রতিষ্ঠানের একজন সৎ ও দায়িত্বশীল কর্মকর্তা ছিলেন। দাফন-কাফনে সহযোগিতা করা হয়েছে। প্রভিডেন্ট ফান্ডসহ প্রয়োজনীয় সুবিধা দ্রুত দেওয়ার বিষয়টি আমরা দেখছি।”
ঘটনায় পাকুন্দিয়া এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দুই মেয়ের চিকিৎসা চলমান রয়েছে।
উল্লেখ্য, শুক্রবার রিখটার স্কেলে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে রাজধানী ঢাকা এবং আশপাশের এলাকায় হঠাৎ শক্ত ঝাঁকুনি অনুভূত হয়। উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদী। কিশোরগঞ্জে বড় কোনো ক্ষয়ক্ষতির খবর না পাওয়া গেলেও বহু মানুষ আতঙ্কিত হয়ে ঘর ছেড়ে রাস্তায় নেমে আসে।





