কাপাসিয়ায় উপজেলা ব্যাপী ধানের শীষ প্রতীকের বিশাল শোভাযাত্রা অনুষ্ঠিত
গাজীপুর-৪, কাপাসিয়া আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের পদপ্রার্থী শাহ রিয়াজুল হান্নানের পক্ষে দলীয় নেতাকর্মীরা ভোট প্রার্থনা করে একযোগে উপজেলার সর্বত্র বিশাল শোভাযাত্রা করেছে। ১১ ডিসেম্বর বৃহস্পতিবার বাদ আছর উপজেলা সদর ইউনিয়ন বিএনপির উদ্যোগে 'ফকির মজনু শাহ্ সেতু'র পশ্চিম প্রান্ত থেকে উপজেলা পরিষদ পর্যন্ত বিশাল শোভাযাত্রা বের করা হয়।
উপজেলার সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ সেলিম হোসেন আরজু ও সাধারণ সম্পাদক আজগর হোসেন খানের নেতৃত্বে শোভাযাত্রাটি সদর রোড প্রদক্ষিণ শেষে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য ও কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, গাজীপুর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও উপজেলা ছাত্রদলের সভাপতি ইমরান হোসেন শিশির প্রমুখ।
আরও পড়ুন: চাঁদপুরে যানজট নিরসনে ট্রাফিক বিভাগের প্রশংসনীয় উদ্যোগ
এসময় জেলা ও উপজেলা বিএনপির সিনিয়র নেতা এবং নির্বাচনী প্রচারণা কমিটির আহ্বায়ক আফজাল হোসাইন, জেলা কৃষক দলের সদস্য সচিব ফকির ইস্কান্দার আলম জানু, উপজেলা যুবদলের আহ্বায়ক ফরিদুল আলম বুলু, যুবদল নেতা কবির সরকার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ ফরিদ শেখ, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মহিবুর রহমান, সাধারণ সম্পাদক আশরাফুল আলম সোহেল, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ বাবু, ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক মোঃ টিপু প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়া ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক ও ওলামা দলের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উপস্থিত নেতৃবৃন্দ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিলকে স্বাগত জানিয়ে বক্তব্য দেন। কাপাসিয়ার জনপ্রিয় নেতা ধানের শীষ প্রতীকের পদপ্রার্থী শাহ রিয়াজুল হান্নানের পক্ষে সবাইকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান এবং ধানের শীষের বিজয় সুনিশ্চিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। এছাড়া উপজেলার ১১টি ইউনিয়নে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ধানের শীষ প্রতীকের পক্ষে বিশাল শোভাযাত্রা বের করে।
আরও পড়ুন: লক্ষ্মীপুরে গাড়িবহরে হামলার প্রতিবাদে জেএসডি প্রার্থীর সংবাদ সম্মেলন





