হবিগঞ্জে বিজিবির অভিযানে প্রায় ৩৭ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ

Sadek Ali
নুরুজ্জামান ভূইয়া, হবিগঞ্জ
প্রকাশিত: ১:৩৪ অপরাহ্ন, ১৭ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ৩:২৫ অপরাহ্ন, ১৭ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দেশব্যাপী চোরাচালান ও মাদকদ্রব্য পাচার রোধে বিশেষ অভিযান অব্যাহত রেখেছে। এরই অংশ হিসেবে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর একটি চৌকস টহলদল গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় জিরা জব্দ করতে সক্ষম হয়। যার সিজার মূল্য ৩৬ লক্ষ ৪৫ হাজার টাকা।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ ৫৫ বিজিবি ব্যাটালিয়নের একটি বিশেষ টহল দল মঙ্গলবার সকালে সীমান্ত হতে আনুমানিক ৫ কিঃমিঃ বাংলাদেশ অভ্যন্তরে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলাধীন সিলেট ঢাকা মহাসড়কের সাতছড়ি তেলিয়াপাড়া এলাকায় কৌশলগতভাবে অবস্থান নিয়ে আত্মগোপন করে থাকে। পরবর্তীতে আনুমানিক দুপুর ১টা২০ মিনিটে ১টি ডাম্প ট্রাক আসতে দেখে গাড়ীটি সংকেত দিয়ে থামানো হয় । উক্ত ট্রাকটি তল্লাশী করে বালি ভর্তি ট্রাকের মধ্যে লুকানো অবস্থায় পরিবহনকালে মালিকবিহীন ভারতীয় বিপুল পরিমান জিরা জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত মালামালের সর্বমোট সিজার মূল্য আনুমানিক ৩৬ লক্ষ ৪৫ হাজার টাকা।

আরও পড়ুন: চট্টগ্রাম বন্দরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

জব্দকৃত পণ্য আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে হবিগঞ্জ কাস্টমস কর্তৃপক্ষের নিকট হস্তান্তর প্রক্রিয়াধীন। একই সঙ্গে চোরাচালানে জড়িত চক্রকে শনাক্ত ও গ্রেফতার করতে বিজিবির গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। মাদক ও চোরাচালান বিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলতে সীমান্তবর্তী জনগণকে সহযোগিতার আহবান জানিয়েছে বিজিবি।