সিলেটে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৮:৩৬ পূর্বাহ্ন, ১৮ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ৮:৩৬ পূর্বাহ্ন, ১৮ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুইজন, যারা বর্তমানে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বুধবার (১৭ ডিসেম্বর) দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে সিলেট–জকিগঞ্জ সড়কের গোলাপগঞ্জ সদর ইউনিয়নের তেরমাইল এলাকায় দুর্ঘটনাটি ঘটে। সংঘর্ষের পর ঘটনাস্থলেই একজন মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়। অপরজনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

আরও পড়ুন: অ্যাসেম্বলি আয়োজনের মাধ্যমে মহান বিজয় দিবস উদযাপন আইএসডি শিক্ষার্থীদের

নিহতদের মধ্যে একজন হলেন গোলাপগঞ্জ সদর ইউনিয়নের গোয়াসপুর এলাকার জিতু মিয়ার ছেলে আব্দুল আহাদ (৪৩)। অপরজন একই উপজেলার রানাপিং এলাকার লাল মিয়ার ছেলে ছাব্বির (২১)।

দুর্ঘটনায় আহত দুইজন হলেন—জুড়ি উপজেলার বাচিরপুর এলাকার আকমল হোসেনের ছেলে জাকির আহমদ (৩৫) এবং গোলাপগঞ্জ সদর ইউনিয়নের ফাজিলপুর এলাকার মৃত আব্দুল হালিমের ছেলে আরিফুল হক জয় (২০)।

আরও পড়ুন: কুলাউড়ায় সড়ক দুর্ঘটনায় ফার্মেসি মালিকের মর্মান্তিক মৃত্যু

ঘটনার সত্যতা নিশ্চিত করে গোলাপগঞ্জ মডেল থানার সাব-ইন্সপেক্টর (এসআই) আনন্দ চন্দ্র জানান, বিপরীত দিক থেকে আসা দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে। দুর্ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান তিনি।