গোবিন্দগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, ২ জন নিহত ও ২ জন গুরুতর আহত

Sanchoy Biswas
এ.এস.এম রবিউল হাসান, গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশিত: ৯:১৪ অপরাহ্ন, ০২ জানুয়ারী ২০২৬ | আপডেট: ২:০৯ অপরাহ্ন, ১৩ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ফাঁসিতলা বাজারে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহীসহ ২ জন নিহত এবং ২ জন গুরুতর আহত হয়েছেন। বৃহঃস্পতিবার দিবাগত রাত পৌনে ১১ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রতক্ষ্যদর্শী সূত্র জানায়, গোবিন্দগঞ্জ উপজেলার ফাঁসিতলা বাজার এলাকার ব্র্যাক অফিসের সামনে মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই গোবিন্দগঞ্জ পৌর শহরের ৭নং ওয়ার্ডের দুর্গাপুর গ্রামের আবুল হোসেনের ছেলে জনি (৩৯) এবং নাকাই ইউনিয়নের মালেনিপাড়া গ্রামের আব্দুস সামাদের ছেলে সিদ্দিকুর রহমান (৪০) নিহত হন।

আরও পড়ুন: মিয়ানমার থেকে ছোড়া গুলিতে আহত আফনানের মাথার খুলি খুলে রাখা হয়েছে

এ ঘটনায় ট্রাক ড্রাইভার ও হেলপার আহত হয়েছে। তাদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীদের মাধ্যমে।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোজাফফর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: কুমিল্লায় শীতকালীন পিঠা বিক্রির ধুম