রূপগঞ্জে সেনাবাহিনীর যৌথ অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার, গ্রেপ্তার ৩

Sanchoy Biswas
শ্রী দিপু চন্দ্র গোপ, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ৬:২৯ অপরাহ্ন, ১৬ জানুয়ারী ২০২৬ | আপডেট: ৯:৩১ অপরাহ্ন, ১৬ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সেনাবাহিনীর রূপগঞ্জ আর্মি ক্যাম্পের যৌথ অভিযানে নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভুলতা ইউনিয়নের লাভরাপাড়া এলাকা থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ভুলতা মুড়াপাড়া সড়কের লাভরাপাড়া এলাকায় এক অভিযানে এসব মাদকসহ ৩ জনকে গ্রেফতার করে রূপগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে।

রূপগঞ্জ থানা প্রাঙ্গণে এক সংবাদ ব্রিফিংয়ে রূপগঞ্জ আর্মি ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর শরীফুল ইসলাম বলেন, শুক্রবার সকালে নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রূপগঞ্জ উপজেলার ভুলতার লাভরাপাড়া এলাকায় রূপগঞ্জ আর্মি ক্যাম্পের একটি টহল দল বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করতে সক্ষম হয়।

আরও পড়ুন: ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ হচ্ছে শেরপুরের লছমনপুরের সর্বস্তরের মানুষ

এ সময় মাদক সংশ্লিষ্টতা থাকায় লাভরাপাড়া এলাকা থেকে আমানুল্লাহর ছেলে তানজিল (২৮), রোকনের ছেলে রেদোয়ান (২৩), হেলালউদ্দ্দিনের ছেলে রিফাত (১৮) নামের ৩ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের রূপগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে। পরবর্তীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আসামী ও উদ্ধারকৃত মাদকসহ নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হবে।

তিনি আরও বলেন, রূপগঞ্জ আর্মি ক্যাম্পের নিয়মিত টহল পরিচালনার সময় ভুলতা এলাকার লাভরাপাড়া এলাকায় একটি মাদক সরবরাহকারী সংঘবদ্ধ চক্রের একটি মাদকের চালানের তথ্য প্রাপ্ত হয়। সাথে সাথে টহল দলটি উক্ত এলাকায় গমন করে অত্যন্ত দ্রুততার সাথে একটি অভিযান পরিচালনা করে।

আরও পড়ুন: বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরা কামনায় কোরআন খতম, দোয়া ও কম্বল বিতরণ

একটি পুকুর সংলগ্ন এলাকার কয়েকটি স্থান থেকে ১,৬২১ বোতল ফেনসিডিল, ১০,০০০ পিস ইয়াবা, ১৩৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃত ৩ জন মাদক চোরাচালানকারী। উদ্ধারকৃত মাদক সামগ্রীর আনুমানিক বাজার মূল্য ১ কোটি ৫০ লাখ টাকা।

বাংলাদেশ সেনাবাহিনী দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত রাখবে। দেশের শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে বাংলাদেশ সেনাবাহিনী বদ্ধপরিকর।

সেনাবাহিনী জনগণকে পরামর্শ দিয়েছে, এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অস্ত্র, গোলাবারুদ, মাদকসহ আইনবিরোধী যেকোনো তথ্য বা সন্দেহজনক কিছু লক্ষ্য করলে নিকটস্থ আর্মি ক্যাম্পে অবিলম্বে যোগাযোগ করুন। আপনার নাম-পরিচয় গোপন রাখা হবে এবং দ্রুততম সময়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।