তফশীলের পর যে ঘটনাগুলো ঘটছে, আগে দেখিনি

সুষ্ঠ ভোটের কোনো সম্ভাবনা আমরা দেখিনা: ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী

Sanchoy Biswas
এ.এস.এম. রবিউল হাসান, গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশিত: ৬:৩৪ অপরাহ্ন, ১৬ জানুয়ারী ২০২৬ | আপডেট: ৯:৩১ অপরাহ্ন, ১৬ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী গাইবান্ধার গোবিন্দগঞ্জে এক মতবিনিময় সভায় বলেন, “আমাদের দলের ৪০ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে ভয়ভীতির কারণে। লেভেল প্লেয়িং ফিল্ড নেই, এটি আমরা অনুভব করি। আমরা মনে করি প্রশাসন এখনো দেশের নিয়ন্ত্রণ নেয়নি। আজকে সারাদিন ঢাকা অচল ছিল, কালকেও সারাদিন ঢাকা অচল ছিল। তফশীলের পরে যে ধরনের ঘটনাগুলো ঘটছে, আমরা কখনো তফশীলের পরে এই ধরণের ঘটনা ঘটতে দেখিনি। তবে আমরা মনে করি সরকার, নির্বাচন কমিশন ও আইন-শৃঙ্খলা বাহিনী সকলে চাইলে অবস্থার উত্তরণ ঘটাতে পারে। এই অবস্থায় সুষ্ঠ ভোটের কোনো সম্ভাবনা আমরা দেখি না। আমরা মনে করি এ অবস্থার উত্তরণ অবশ্যই ঘটাতে হবে।”

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাত ১১টায় গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌর শহরের চারমাথায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় কালে জাতীয় পার্টির মহাসচিব এ কথা বলেন।

আরও পড়ুন: ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ হচ্ছে শেরপুরের লছমনপুরের সর্বস্তরের মানুষ

গাইবান্ধা জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও গাইবান্ধা-৪ আসনে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী অধ্যক্ষ কাজী মশিউর রহমানের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক মন্ডলের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন পৌর জাতীয় পার্টির সভাপতি কাজী আতিনুর রহমান, সাধারণ সম্পাদক আইয়ুব আলী, উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি মেহেদুল ইসলাম, নুরুল ইসলাম প্রধান, সহ সাংগঠনিক সম্পাদক কে এম আতিকুর রহমান আতিক, ত্রাণ বিষয়ক সম্পাদক হাসান আলী প্রমুখ।