আজ বিশ্ব মা দিবস

Shakil
বাংলাবাজার পত্রিকা রিপোর্ট
প্রকাশিত: ৫:০৬ অপরাহ্ন, ১৪ মে ২০২৩ | আপডেট: ১১:০৮ পূর্বাহ্ন, ১৪ মে ২০২৩
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

প্রতিটি সন্তানের কাছে মা মানেই বিশ্ব, মা মানেই জান্নাত। পৃথিবীতে যতো সম্পর্ক আছে তার মধ্যে মা সন্তানের সম্পর্ক সকল স্বার্থের ঊর্ধ্বে। মা সন্তানকে কেবল পৃথিবীর আলোই দেখান না, সারা জীবন সন্তানকে পরম যত্নে ও আদরে আগলে রাখেন মমতাময়ী এই মা।

আজ বিশ্ব মা দিবস। মায়ের প্রতি যথাযথ সম্মান ও ভালোবাসা প্রদর্শনই মা দিবসের মূল উদ্দেশ্য। যদিও মায়ের প্রতি সম্মান ও ভালোবাসা প্রদর্শনের জন্য আলাদা কোনো দিবসের প্রয়োজন হয় না।

আরও পড়ুন: বউ পেটানোর শীর্ষে বরিশাল

তবে দেশে দেশে বিশ্ব মা দিবস উপলক্ষে মায়েদের জন্য বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মে মাসের দ্বিতীয় রোববার সারা বিশ্বে মা দিবস পালন করা হয়। সেই হিসাবে আজ (১৪ মে) বিশ্ব মা দিবস। বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও দিবসটি উদযাপন করা হচ্ছে।

আরও পড়ুন: আজ বিশ্ব মা দিবস

ফেসবুকসহ নানা সামাজিক যোগাযোগমাধ্যমে মাকে ভালোবাসা জানাচ্ছেন অনেকে। মায়ের সঙ্গে ছবি দিয়ে নিজের ভালোবাসা, শ্রদ্ধা ও অভিব্যক্তি প্রকাশ করছেন।

আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর তথ্য থেকে জানা যায়, যুক্তরাষ্ট্রের আনা জার্ভিস ও তার মেয়ে আনা মারিয়া রিভস জার্ভিসের উদ্যোগে প্রথম মা দিবস পালিত হয়।

মার্কিন কংগ্রেস ১৯১৪ সালের ৮ মে মে মাসের দ্বিতীয় রোববারকে মা দিবস হিসেবে ঘোষণা করে। তবে দিবসটির বাণিজ্যিকীকরণের বিরোধিতা করে আসছিলেন মা দিবসের প্রবক্তা আনা জার্ভিস।  

বিশ্ব মা দিবস উপলক্ষে মাকে নিয়ে কয়েকটি বিখ্যাত উক্তি পড়ে নেওয়া যাক:

> মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত- রাসূল (সা.)

> যার মা আছে সে কখনই গরীব নয়। – আব্রাহাম লিংকন

> কোন একটা বিষয় মায়েদেরকে দুইবার ভাবতে হয়-একবার তার সন্তানের জন্য আরেকবার নিজের জন্য। – সোফিয়া লরেন

> আমাদের পরিবারে মায়ের ভালোবাসা সবসময় সবচেয়ে টেকসই শক্তি। আর তার একাগ্রতা, মমতা আর বুদ্ধিমত্তা আমাদের মধ্যে দেখে আনন্দিত হই। – মিশেল ওবামা

> মা আমাদের সবসময় এটা বুঝাতে চাইতেন যে জীবনের চরম কষ্টের মূহুর্তগুলো তোমাদের হাসির কোন গল্পের অংশ হয়ে যাবে এক সময়। – নোরা এফ্রন

> তুমি আমাকে শিক্ষিত মা দাও, আমি তোমাকে শিক্ষিত জাতি দিবো। – নেপোলিয়ন বোনাপার্ট

> যে গর্ভ তোমাকে ধারন করেছে সে গর্ভধারিণী মায়ের প্রতি কর্তব্য কর ও শ্রদ্ধা নিবেদন কর। – আল কুরআন

> মা যেমন তাঁর নিজ পুত্রকে নিজের জীবন দিয়ে রক্ষা করে তেমনি সকল প্রাণীর প্রতি অপরিমেয় মৈত্রীভাব পোষণ করবে। – গৌতম বুদ্ধ

> একজনের জন্য সবচেয়ে বেশি দুশ্চিতায় থাকেন তার মা। -স্টিফেন কিং

> মা হচ্ছেন জীবনের শ্রেষ্ঠ চিয়ারলিডার যার কোনো উইনিফর্ম দরকার নেই। -রিচেল গুডরিচ

> সন্তান হচ্ছে একজন মায়ের জীবনের নোঙ্গর। -সফোক্লিস

> আমার মা মনে করেন আমিই সেরা আর মা মনে করেন বলেই আমি সেরা হয়ে গড়ে উঠেছি। – দিয়াগো ম্যারাডোনা