আগস্টে ৪৫১ সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৮ জন

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৯:২০ অপরাহ্ন, ১৫ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ৯:২০ অপরাহ্ন, ১৫ সেপ্টেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সারাদেশে গত আগস্টে মোট ৪৫১টি সড়ক দুর্ঘটনা ঘটেছে, তাতে ৪২৮ জন নিহত এবং ৭৯১ জন আহত হয়েছেন। দুর্ঘটনার মধ্যে মোটরসাইকেল দুর্ঘটনা সর্বোচ্চ হয়েছে।

রোড সেফটি ফাউন্ডেশনের সোমবার (১৫ সেপ্টেম্বর) প্রকাশিত মাসিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়েছে, আগস্টে ১৪৪টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১৩২ জন চালক ও আরোহী নিহত হয়েছেন। এটি মোট দুর্ঘটনার ৩১.৯২ শতাংশ এবং মোট নিহতের ৩০.৮৪ শতাংশ।

আরও পড়ুন: যাত্রাবাড়ীতে এসি বিস্ফোরণে নারী-শিশুসহ একই পরিবারের চারজন দগ্ধ

উল্লেখ্য, আগস্টে দুর্ঘটনায় বাসের ৩০ যাত্রী, ট্রাক, কাভার্ড ভ্যান, পিকআপ, ট্রলি ও লরির ২৭ আরোহী, প্রাইভেট কার, মাইক্রোবাস ও অ্যাম্বুলেন্সের ২১ আরোহী, তিনচাকার যানের ৯৭ যাত্রী, শ্যালো ইঞ্জিনচালিত স্থানীয় যানের (নসিমন-ভটভটি-টমটম-মাহিন্দ্র) ৩৩ যাত্রী এবং বাইসাইকেলের পাঁচ আরোহী নিহত হয়েছেন।

নৌপথে আগস্টে ১৯টি দুর্ঘটনায় ২৩ জন নিহত এবং ১৭ জন আহত হয়েছেন। এছাড়া নয়জন এখনও নিখোঁজ। রেলপথে ৩৭টি দুর্ঘটনায় ৩১ জন নিহত এবং ১১ জন আহত হয়েছেন।

আরও পড়ুন: নারায়ণগঞ্জে বিস্ফোরণে দগ্ধ হয়ে মৃত্যু বেড়ে ৫

সর্বাধিক দুর্ঘটনা ঘটেছে ঢাকা বিভাগে, যেখানে ১১৯টি দুর্ঘটনায় ১১৭ জন নিহত হয়েছেন। বরিশাল বিভাগে সবচেয়ে কম, ১৮টি দুর্ঘটনায় ১৬ জন প্রাণ হারিয়েছেন।

একক জেলা হিসেবে ঢাকায় ৩৬টি দুর্ঘটনায় ৩২ জন নিহত হয়েছেন, যেখানে চাঁপাইনবাবগঞ্জে ছয়টি দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। রাজধানী ঢাকায় মোট ৩৭টি দুর্ঘটনায় ১৫ জন নিহত এবং ৪৬ জন আহত হয়েছেন।