সাবেক এসবির প্রধান মনিরুল ও ডিএমপি কমিশনার হাবিবকে বাধ্যতামূলক অবসর

Abid Rayhan Jaki
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৯:৩৯ অপরাহ্ন, ১৩ অগাস্ট ২০২৪ | আপডেট: ১১:৪০ পূর্বাহ্ন, ০৬ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

পুলিশের অতিরিক্ত আইজিপি ও এসবির প্রধান মনিরুল ইসলাম ও ডিএমপির সাবেক কমিশনার অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমানকে জনস্বার্থে বাধ্যতামূলক অবসর দিয়েছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনের তাদের এই  আদেশ জারি করা হয়।

বিজ্ঞপ্তিগুলোতে বলা হয়, ঢাকার পুলিশ অধিদফতরে সংযুক্ত অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক হাবিবুর রহমান ও অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (গ্রেড-১) মো. মনিরুল ইসলামকে সরকারি চাকরি আইন ২০১৮ সালের ৫৭ নং আইনের ৪৫ ধারা অনুযায়ী চাকরি থেকে অবসর প্রধান করা হলো। জনস্বার্থে এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও জানানো হয়।

আরও পড়ুন: সেনাবাহিনী প্রধানের নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো অ্যাকাউন্ট নেই: আইএসপিআর

এর আগে, গত ৭ আগস্ট হাবিবুর রহমানকে ওএসডি করে পুলিশ দফতরে সংযুক্ত করা হয়। এছাড়া, আজ মঙ্গলবার মনিরুল ইসলামকেও পুলিশ অধিদফতরে সংযুক্ত করা হয়।


আরও পড়ুন: দুর্নীতির তদন্তে সাবেক গভর্নর ও ডেপুটি গভর্নরদের ব্যাংক হিসাব তলব